নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু ব্লগে যারা যারা লেখেন মন্তব্য করেন সবাই বুদ্ধিমান শিক্ষিত এ চতুরও বটে। সত্যিই একটা ইতিহাস দেখছি আমরা। ইতিহাস দেখার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে।এত বড় জনসংখ্যার দেশে, এত বড় একটা বিপ্লব, এবং সফল বিপ্লব, এত অল্প সময়ে, পাঁচশো হাজার জন মানুষের মৃত্যু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে খুব বেশি অস্বাভাবিক কিছু না এবং এটা কোন নির্ণায়ক বিষয় না। নির্ণায়ক বিষয় হলো বাংলাদেশে জামাতীরা জিতল কিনা। জামাতি চিন্তাধারার বিস্তার ঘটলো কিনা, জামাতি কার্যকলাপ জনসাধারণের মৌন সমর্থন পেল কি না? বাংলাদেশে শরিয়া শাসন চালু হবে কিনা, হিন্দু অথবা অন্যান্য সংখ্যালঘুদের ধর্ম আচরণের স্বাধীনতা থাকবে কিনা?
আমরা জানি ইরানে বিপ্লব জয় যুক্ত হয়েছিল। ইরানে ও শাসক কে পালাতে হয়েছিল। খামিনির সেই বিপ্লবী এখনো শাসকের সিংহাসনে।
ইরানের অর্ধেক মানুষ সম্ভবত ভালো নেই।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪
নতুন বলেছেন: জামাতীরা বাংলাদেশে কখনোই সুবিধা করতে পারবেনা।
দেশের মানুষ আধুনিক হচ্ছে, এরা ১৪০০ বছরের পুরোনো ব্যবস্থায় ফিরে যাবেনা।
দেশে এখন মডারেট মুসলমানের সংখ্যা বেশি।
এরা নামে মুসলমান, পোষাকে আধুনিক, বিশ্বের সাথে তাল মেলাতে চায়।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই বাংলাদেশের জমাতিদের উত্থান হবে ।
অলরেডি তার নজিরও দেখা গেছে।
বঙ্গভবনে তারা সগৌরবে গিয়ে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছে।
সামনে এরা আরও অগ্রসর হবে ।
বাংলাদেশ তালেবান হবে এতে কোন সন্দেহ নেই।
আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এ বিষয়ে।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৯
রানার ব্লগ বলেছেন: দেশ অব্ধকারের দিকে পা বাড়াচ্ছে। এই কথায় যারা গোস্যা হয়ে আমাকে নব্য রাজাকার বলবেন। তাদের আমি দোষ দেব না। কারন এরা অন্ধের বাজারে আলো বেচতে চায়।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মিস্টার নতুন,
কোরআন হাদিসের আলোকে মডারেট মুসলমান বলতে কিছু নেই।
কোরআনকে মডারেট করার কোন সুযোগ নেই।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৯
মেঘনা বলেছেন: কিন্তু মডারেট মুসলমানেরা যদি ভীতু হয়? যদি সুবিধাবাদী শ্রেণীতে পরিণত হয়? এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, একাত্তরের স্মারক গুলোকে অসম্মান করা হচ্ছে, ভাঙ্গা হচ্ছে। ছাত্র জনতা তো এখনো রাস্তায়, কই এসবের বিরুদ্ধে তো কোন সম্মিলিত প্রতিবাদের গর্জন শোনা যাচ্ছে না।
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৩
কামাল১৮ বলেছেন: দেশ রাজনীতিবিদদেরই চালানো উচিত।এবং সেটা গনতান্ত্রিক ভাবে।অগনতান্ত্রিকদের হাতে দেশ নিরাপদ নয়।
৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি সুর্নিদিষ্টভাবে জামাতিদের নিয়ে বেশ চিন্তায় আছেন মনে হচ্ছে। চিন্তুার কিছু বিষয় অবশ্যই আছে, অস্বীকার করার উপায় নেই। বি.এন.পি., জামাত, শিবির, আওয়ামী লীগ, জাপা আমি এগুলোর সবগুলোকে নিয়েই চিন্তায় আছি। এদের কারোরই ট্র্যাক রেকর্ড ভালো নয় তা বাংলাদেশের সবাই জানে। এরা ক্ষমতায় আসলে দেশ কম-বেশী আগের অবস্থায় ফিরে যাবে।
কিন্তু মূল বিষয় যেটা মনে রাখা জরুরী সেটা হলো বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সুতরাং পছন্দ না করলেও খুব সম্ভবত ব্যালটে এদের নাম থাকবে। তবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে ক্ষমতায় দেখতে চায় আর সেটা আসতে হবে ব্যালটের মাধ্যমে। গণতন্ত্র সব সময় সকল মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন নাও ঘটাতে পারে তবুও ব্যালটকেই মেনে নিতে হবে এটাই বাস্তবতা। ধন্যবাদ।
৯| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৩
বাউন্ডেলে বলেছেন: Click This Link
১০| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৯
মেঘনা বলেছেন: আমি জামাতিদের নিয়ে অবশ্যই চিন্তিত । তার চেয়েও বেশী চিন্তিত বাংলাদেশের মডারেট মুসলমানদের নিয়ে।
১১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেশ এখন জামাতী চালাবে না। যার দেশ চালানোর যোগ্যতা রয়েছে তারাই চালাবে। দেখতে থাকুন।
১২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কে জিতল সেটা দেশের জনগণ নির্ধারণ করবে ভোটের মাধ্যমে। জামায়াত বর্তমানে নিষিদ্ধ দল।
১৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবি জনাব সেলিম আনোয়ার,
একটি নিষিদ্ধ দল কিভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনায় যোগ দিতে যেতে পারে?
১৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
রানার ব্লগ বলেছেন: হেফাজতি ও জামাত শিবির দুইটাই বাংলার মানুষের জন্য বিষধর।
১৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০১
মনামী বলেছেন:
কিছু জিনিস বড্ড ভাবায়
১৬| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:১২
সত্যান্বেষীজীবন বলেছেন: কোমলমতিরা খুবই মেধাবী, এদের দাবিদাবা শুনে মনেহয় এরা অনেক বড় রাজনীতিবিদ, বোকাদের এটা কে বুঝায় বির্তক করা আর দেশ চালানো এক জিনিস না। এখন চায় সব রাজনৈতিক বন্দীদের মুক্তি, এদিকে রাজনৈতিকরা মুক্তি পাচ্ছে আর অন্যদিকে খুনের আসামি, জঙ্গীরা কারাগার ভেঙে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে, সেনা প্রধানকে দেখে মনে হচ্ছে একজন কাঠপুতুল, ওরেই মনেহয় আমেরিকা আগে কিনেছে, আমেরিকার ছায়া যে দেশে পড়েছে সেই দেশই ডুবেছে আর এখন সারাবিশ্ব জানে বাঙালি আবেগি আর ধর্মভিরু সেজন্য জামায়াত শিবির হেফাজতকে মাঠে রাখা তাদের ফরজ হয়ে গিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন এই দেশে আবারও মেরে গাছের মধ্যে বা সেতুর মধ্যে লাশ ঝুলিয়ে রাখার প্রথা ফেরত এসেছে, ভয়াবহ।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪১
সোনাগাজী বলেছেন:
"কোমলমতি সাধারণ ছাত্র" নাম দিয়ে পুরোজাতিক ব্লফ দিয়েছে।