নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মাস আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হতো - হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এখন আর বলা হয় না। এখন বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের অনেক অ-শ্রেষ্ঠত্বের প্রমাণ পেয়েছে। তার জন্য তার মূর্তি ফুর্তি ভাঙ্গা হচ্ছে। অনেকে ভাঙছেন, আর ছাত্র সমাজ নাগরিক সমাজ, জনগণ তাকে নীরব অথবা সরব সমর্থন দিচ্ছে।
যাই হোক, আন্দোলন অথবা বিপ্লব - বাংলাদেশের যে ঐতিহাসিক ঘটনাটি ঘটলো তার নেতৃত্বে ছিল ছাত্ররা। ছাত্ররা কিন্তু ক্ষমতালোভী না হয়ে ক্ষমতা দিল সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে যারা নিজ-নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এর মধ্যে শিক্ষকও আছেন - ছাত্রও আছে।
স্যার আবদুল্লাহু আবু সায়ীদ আমার জানা একজন ভালো শিক্ষক। তিনি ছাত্রদের স্বপ্ন দেখাতে জানেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীতে ছাত্ররা যদি তাকে মনোনয়ন দিত, তিনি বাংলাদেশকে স্বপ্ন দেখাতে পারতেন।