নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলমানদের নবী মুহাম্মদের নামে কটুক্তি করার অজুহাতে গণপিটুনিতে কিশোর উৎসব মন্ডলের হত্যা - বাংলাদেশের জন্য কোন বিচ্ছিন্ন ঘটনা না। রামু, নাসিরনগর - অনেক উদাহরণ আছে এবং বিএনপি, এরশাদ, জিয়া, আওয়ামী লীগ সব আমলই। হালের দ্বিতীয় স্বাধীনতা আমলেও একই ঘটনা ঘটলো
ভিডিওতে দেখলাম উৎসবের মা থানায় বসে আছে। থানা থেকে উত্তেজিত জনতা ( মিডিয়ার ভাষ্যমতে ) উৎসবকে বের করে পিটিয়ে হত্যা করে পুলিশ, সামরিক বাহিনীর সামনে। সামরিক বাহিনীর নিরব দর্শকের ভূমিকা পালন করল। হত্যা নিশ্চিত বুঝতে পেরে হত্যাকারীরা আলহামদুলল্লা স্লোগান তুলে।
না, বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে উৎসব মন্ডলের হত্যার কোনো সম্পর্ক নেই। তবে, পুলিশ সাময়িক বাহিনীর সামনে উৎসব মণ্ডল কে এই গণপিটুনি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক বেশি নির্ণায়ক।
সামুতে জাতীয় সংগীত নিয়ে অনেক পোস্ট হয়েছে,মতামত দিয়েছেন বিতর্ক হয়েছে, কিন্তু উৎসব মন্ডল নিয়ে কোন পোস্ট দেখলাম না। তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা ছাত্ররা কি কোন প্রতিবাদ করেছে - মিছিল বা অন্য কিছু। মেইন স্ট্রিম মিডিয়া চুপ কেন ? আর সমন্বয়করা বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা - তাদের বক্তব্য কী ??
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৭
তানভির জুমার বলেছেন: মিথ্যা তথ্য ছড়াতে লজ্জা করে না? সে মারা যাইনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে কেন মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত করলো?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০২
ঊণকৌটী বলেছেন: সে কেন মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত করলো? বাহ্ বা, এইতো চাই, এইটাই দরকার, বিরুদ্ধে যে থাকবে তাকে পিটিয়ে মারার পারমিশন আপনার অধিকার, হিন্দু দের না শুধু যে নরম তাকে পিটিয়ে মারার অধিকার নিজেরা নিয়ে নিয়েছেন, ভালো ভালো এইভাবেই এগিয়ে যান, শেষ টা যাতে ভালো হয়, কিন্তু হইব বইলা মনে হয় না
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৮
এক্সম্যান বলেছেন: মনে হয় উপমহাদেশ উগ্রপন্থীদের অভয়ারন্য, তবে তুলনামুলক বাংলাদেশে ধর্মীয় সম্প্রিতি পাক-ভারতের চাইতে অনেক ভালো। তবে সম্প্রিতি নষ্ট করার পাবলিকও অনেক, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ (যে কোনো ধর্ম) এবং যারা করবে অবস্যই তাদের আইনের আওয়তায় আনা উচিৎ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৯
মেঘনা বলেছেন: মেধাবীরা কার ভয়ে চুপ?
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৪
মেঘনা বলেছেন: হত্যাকারিরা নিশ্চিত ছিল উৎসব মারাগেছে। মারাটাই উদ্দেশ্য ছিল। ইউটুবে ভিডিও টা দেখ বুঝতে পারবি। তানভীর জুমার
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১২
মেঘনা বলেছেন: এক্সম্যান,মুসলমাদেরই শুধু ধর্মীয় নুনুভূতি থাকবে, হিন্দুদের থাকতে নাই। তাই না ? বাংলাদেশের মোল্লারা -মুমিনরা হিন্দুদের ধর্মনিয়ে, দেবদেবী নিয়ে কি ধরনের অশ্লীল কটূক্তি করে, আপনি জানেন কি ?
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫১
কামাল১৮ বলেছেন: কেউ কেউ বিষয়টাকে আন্তর্জাতিক অংগনে তোলবে।কিছুটা চাপে পরবে বাংলাদেশ।আরমি বিষয়টাকে অন্যদিকে ঘোরাতে চেষ্টা করছে।চিকিৎসা রত অবস্থায় মৃত্যু হয়েছে বলে প্রচেষ্টা চলছে।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫৬
কামাল১৮ বলেছেন: নবীকে কটুক্তি করলে কল্লাফেলে দিতে হবে কোরানে আছে।তারা নবীর আদেশ পালন করেছে।এই সব আয়াত কোরান থেকে বাদ দিতে হবে।
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৬
এস.এম.সাগর বলেছেন: তানভির জুমার বলেছেন: মিথ্যা তথ্য ছড়াতে লজ্জা করে না? সে মারা যাইনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে কেন মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত করলো?
মুসলিম ধর্ম এতই দুর্বল? কোন এক ব্যক্তির কথায় অনুভুতির টান লেগেগেল? কোথায় পেয়েছেন যে, কেউ ইসলাম বিষয়ে কটুক্তি করলে তাকে হত্যা করতে হবে? এ অধিকার কে দিয়েছে আপনাদেরকে? এরকমতো পলাতক খুনি হাসিনা করতো।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪
এস.এম.সাগর বলেছেন: কামাল১৮ বলেছেন: নবীকে কটুক্তি করলে কল্লাফেলে দিতে হবে কোরানে আছে।তারা নবীর আদেশ পালন করেছে।এই সব আয়াত কোরান থেকে বাদ দিতে হবে।
আপনার এটা কেমন কথা? কুকুরে বাচ্চা অর্থাত জন্মপরিচয়হীন বেজন্মাদের মতো কথা বলেন কেন? আপনাদের মতো কুকুরের বাচ্চাদের জন্যই ধর্মিও বিভেদ বেড়ে চলছে।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩
এস.এম.সাগর বলেছেন: আমরা জানি, সর্বশ্রেষ্ঠ রাসুল মহানবী (সা.)-এর বিরুদ্ধে কাফেররা যেসব আজে বাজে কথা বলত এ র পরিপ্রেক্ষিতে আল্লাহ আদেশ দিয়ে বলেছেন- ‘লোকে যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সৌজন্য সহকারে এগুলোকে পরিহার কর।’ (সুরা মুযাম্মেল: ১০)
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪
প্রহররাজা বলেছেন: ইউনুস দাদুর ভয়ে সবাই চুপ। কিছু বললে সেনা তত্ত্বাবধানে মেধাবী লেলিয়ে দিবে।