নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘনা

মেঘনা › বিস্তারিত পোস্টঃ

রসালো ইসলামের পথে আরো একধাপ বাংলাদশ।

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫

বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে।
আইন উপদেষ্টা হাজী মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল পারিবারিক আইনের যে সংস্কার করেছেন, অনেকে ভাবতে পারে সে সংস্কার তিনি তাঁর নিজের স্বার্থে করেছেন। যেহেতু তিনি ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন, তিনি তাঁর চতুর্থ বিবাহ, পঞ্চম বিবাহ, এমনকী রসুলের পদাংক অনুসরণ করে ত্রয়োদশ বিবাহ যেন নির্বিঘ্নে সারতে পারেন, তার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি মনে করি তিনি নিজের স্বার্থে শুধু নয়, সমস্ত লোলুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন। ইসলামে অর্থাৎ বহুবিবাহে পুরুষকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। তিনি বহুবিবাহ থেকে সমস্ত কর উঠিয়ে নিয়েছেন।

কী ছিল আগের আইন?
ছিল প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে ১০০ টাকা ফি দিতে হবে, তবে প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে, এবং চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে।

বহুবিবাহ থেকে কর উঠিয়ে দিয়ে আসিফ নজরুল বাংলাদেশের মুসলমান পুরুষদের যে উপকার করেছেন, তারা আজীবন তা মনে রাখবে এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে। আমীন।

সৌজন্যে তাসলিমা নাসরিন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২০

এ পথের পথিক বলেছেন: উক্ত শিরোনাম দিয়ে কি আপনি ইসলামকে ছোট বা রসাল ভাবে উপস্থাপন করতে চেয়েছেন ?
আচ্ছা তাইলে আপনি নাসরিনের বেশভক্ত ।
আপনি ভুল তথ্য জানেন । একজন মুসলিম সর্বোচ্চ ৪ টি বিয়ে করতে পারে । ত্রয়োদশ নয় । যদি সে একসাথে ত্রয়োদশ স্ত্রী রাখেন তাহলে তিনি আল্লাহ্‌র বিধান লঙ্ঘন করবেন । আল্লাহ্‌ সুরা নিসার ৩য় আয়াতে বলেছেনঃ "যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই-দুই, তিন-তিন ও চার-চার জনকে বিবাহ কর, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে, তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে; এটাই হবে অবিচার না করার কাছাকাছি।"
একজন একাধিক বিয়ে করতেই পারে তাতে সমস্যা কোথায় ? কর দিতে হবে কেন ? কেন এইটা যৌক্তিক ?

২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



তসলিমা নাসরিনের কিছু কিছু লেখা সাধারণত আমার পছন্দ না। তবে তিনি উক্ত বিষয়ে ভালো, সঠিক এবং যথার্থ লিখেছেন। তসলিমা নাসরিনকে অশেষ অশেষ ধন্যবাদ।

সাথে আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: ইসলামে বিবাহের কোন সীমাারেখা নেই।হাজার হাজার বিয়ে করা যায় কিন্তু একসাথে চার জনের বেশি রাখা যাবে না।সামর্থ্য থাকলে প্রতিদিন চারটে বিয়ে করা যায়।ছেলেদের ইদ্দতের কোন নিয়ম নাই যেটা মেয়েদের আছে।আল্লাহ নিজে একজন পুরুষ মানুষ তাই তিনি পুরুষের পক্ষে কথা বলেছেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ধর্মহীন পৃথিবী কেমন হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.