![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির ফোটার মতন ঝরে পড়ে পাতা
ফাল্গুনের তাপদ্রাহে ।
আমি তার আগে। সামনে সমতল
প্লাস্টিক, ছেঁড়া কাগজ, পাতা পোড়া ছাই -
একাকিত্বের বিলাসিতায় মগ্ন হয়ে যাই ।
কল্পনায় আমি এক বিস্তীর্ণ মাঠ দেখি
ধূসর ঘাসে ঢাকা নুড়ি-মাটি ও কাকর,
শতাব্দী পেরানো কোনো বিষাদের ঝড় ।
তারপর ফিরে আসি ভাট ফুল দেখে
অপু আসে তার আম-আঁটি বৈঁচি-ঝোপ
পাঠশালা নিয়ে ।
আমিও কি অপুর বয়সী অপুরি মতন ।
নারিকেলের ফুলের ঢাকনা দিয়ে
রাজবেশে তরবারি হাতে যুদ্ধ যুদ্ধ খেলা
কল্পনার তেপ্রান্তরে, পক্ষী রাজের ঘোড়া ।
সেসব শৈশব আজ মনে হয় অতীত ।
ভাট ফুল, লক্ষ্মী পেঁচা, বৈঁচি ঝোপ
শালিকের ঝাঁক, অপুদের শৈশব
বেঁচে থাক ।
এদেরও পরিচর্যা চাই, চন্দন চর্চিত হাতে ।
২| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা মন্দ হয়নি, তবে বেশ কিছু ভুল বানান কবিতার অঙ্গহানি ঘটিয়েছে।
যেমনঃ তাপদ্রাহে, কাকর, অপুরি, তেপ্রান্তরে, পক্ষী রাজের,
যা হবে বলে মনে করি যথাক্রমেঃ তাপদাহে, কাঁকর, অপুরই, তেপান্তরে, পঙ্খীরাজের।
শেষের লাইনটা সুন্দর হয়েছে।
৩| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:২৯
মেঘনা বলেছেন: ধন্যবাদ আন্তরিক ভাবে।
৪| ১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ সুন্দর কবিতা
৫| ১৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৮
রানার ব্লগ বলেছেন: বাহ !! অপুর্ব কবিতা !