![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত রণক্ষেত্র
শিথিল মাটির টান
চৈত্রের খরদহে শকুনের ভিড়।
এ কাহিনী শহর অথবা গ্রামের
অথবা প্রাচীন নগরী ধূসর ছায়াপথে
পুরানের দেব-দেবী, নায়কেরা বীরগাথা রচে।
তুমি কাকে চাও, কে তোমার রব
কার কাছে তুমি বিকিয়েছো মাথা ও হৃদয়
কারো কারো হৃদয়ের শীতকোনে তবু প্রেমিকারা স্থান পায়।
বারুদের ঘ্রানে ঢাকা মাটি ও আকাশ
প্রেমহীন পৃথিবীতে যুদ্ধের সাজ
কামান কাঁপায় মাটি, জন্মের দাগ
রাজপথে রক্তের হোলি খেলা আজ
কাকে তুমি চিনে নিবে, পক্ষে -বিপক্ষে
রক্তের রং-এ তুমি বুজবে কেমন করে ?
আমার আজন্ম বোধ ঘসা খাবে কবে ?
কষ্টি পাথরও বুঝি গেছে ক্ষয়ে আজ।
ক্লান্ত রণক্ষেত্র
শিথিল মাটির টান
চৈত্রের খরদহে শকুনের ভিড় -
ওই বুঝি আবছায়ে নতুন যুগের দ্বার ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০২৫ ভোর ৬:০৯
কাঁউটাল বলেছেন: বাংলার মানচিত্র খামচে ধরেছিল ফ্যাসিস্ট আওয়ামী শকুন - এই শিরোনামে একটা কবিতা লিখে ফেলেন।