![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
মৃত্যু
---------------------------!!!!
মৃত্যু কি অবাক ব্যাপার! কখন কার জীবনে চলে আসবে কেউই জানেনা।মানুষের শরীরের সাথে পরমাত্নার যখন গভীর সম্পর্কের বিচ্ছেদ ঘটে ঠিক তখনই আত্না দেহ থেকে অন্য কোথাও প্রস্থান করে।আর এই দেহ থেকে পরমাত্নার প্রস্থানই মানব জগতে মৃত্যু।কিন্তু পরমাত্নার অবস্থান আমরা কেউ জানি না।সবাই এক অজানা কারনে মৃত্যু কে ভয় পায়।অথচ এটি অনিবর্য একটি ঘটনা।আমাকেও হয়তোবা কোন এক সময় মৃত্যু গ্রাস করবে।তাই বলে আমি মৃত্যুকে ভয় পাই না।বরং মৃত্যুর প্রহর গুনি সবসময়।কেননা আমি জানি মৃত্যু অনিবার্য এবং আমার দেহ থেকে পরমাত্নার প্রস্থান একদিন ঘটবেই।সেটা সময়ের ব্যাপার মাত্র ,হয়তো আজ নয়তো কাল।তবে আমার দেহ থেকে পরমাত্নার প্রস্থানের পরেও বেঁচে থাকার আকাংঙ্কা প্রবল।আমি চিরমৃত্যু বরন করতে চাই না কখনো।বেঁচে থাকবো চিরদিন।কিন্তু সেটা কিভাবে আমি জানিনা।আর জানার চেষ্টাও করবো না কখনো।
©somewhere in net ltd.