নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

-866++&

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৯

কাম বাসনার ধরনা
----------------------------------
কাম শব্দটা যদি আরো একটু খোলাভাবে বলি তাহলে অনেকেই সমালোচনায় মুখরিত হবেন।কেননা কামের মাত্রা সবার মাঝে বিদ্যামান থাকলেও অর্থটা আমাদের সমাজে নোংরামির পর্যায়েই পড়ে।অথচ মানুষ থেকে জানোয়ার সবাই কামের পাগল।কেউ কাম পূরণে রাখঢাক করে আবার কেউ লোক লজ্জার ধার ধারেনা।তবে কামের জন্য সবাই ব্যাকুল।যার কাম নাই সে আসলে দেবতা না হয় অন্য কিছু।কেননা সব সৃষ্টির মাঝে কাম প্রকৃতি প্রদত্ত।এমন কি যাদের কোন লিঙ্গ পরিচয় নেই তারাও কামের পাগল।কামের ক্ষুধা মেটাতে সবাই যেমন উপরে উঠতে পারে আবার উপর থেকে নিচে নামতেও দ্বীধা করেন না।সারাদিন কাম পূরনে মানুষ সর্বদায়ই ব্যাস্ত।একটু চিপা পাইলেই হইছে।ওখানেই কাম সারা চাই।প্রতিদিন সকালে যদি মানুষ কাম সারার সুযোগ পাইতো তবে সবকাজ সুষ্ঠভাবেই সম্পাদন হতো।কেননা কামের চিন্তা করতে করতেই গড়ে দিনের ৪ঘন্টা সময় অপচয়।চোখের সামনেই যদি কামের বস্তু ঘুরঘুর করে তবে কে কাম না জাগিয়ে থাকতে পারে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.