নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গৃহকর্মী নির্যাতন - প্রশ্নবিদ্ধ মানবিকতা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

গৃহকর্মী নির্যাতন- মানবিকতা কথার ফুলঝুড়ি
------------------------------!------------
দাস প্রথা পৃথিবীর জন্মলগ্ন থেকেই প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে সব সময় আমাদের মানবিকতা কে প্রশ্নবিদ্ধ করছে।যদিও প্রত্যেকটি ধর্ম বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে কৃতদাসের প্রতি কেমন আচরন হবে তা বিশদ বর্ননা আছে।এক কথায় প্রকারান্তে ধর্মে দাস প্রথাকে প্রত্যাখান করা হয়েছে।
বর্তমান সভ্য সমাজেও দাস প্রথাকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চরম ভাবে প্রত্যাখান করা হলেও বিশ্ব মানবিকতা আজও দাস প্রথার কূট বেড়জালে আবদ্ধ।যা আমরা আধুনিক যুগে এসেও হারে হারে প্রত্যেক্ষ করছি সর্বদা।কিছুদিন আগে এক বিচারকের বাসা থেকে নির্যাতিত গৃহকর্মী উদ্ধারের ঘটনায় বেশ হতবাক হয়েছিলাম।কেননা যার মাধ্যমে ন্যায় অন্যায়ের রায় ঘোষিত হয়,তার হাতেই যদি ন্যায় ভূ-লুন্ঠিত হয় তবে সেখানে আদর্শের বাণী নিতান্তই ফাকা গুলি।গতকাল খবরে দেখলাম জাতীয় দলের ক্রিকেটার শাহাদৎ এর বাসা থেকে একজন গৃহকর্মীকে নির্যাতন করে রাস্তায় ফেলে দেয়া হয়েছে।স্বভাবতই প্রশ্ন জাগে যিনি তার নিজ গৃহে কর্মীর প্রতি নির্যাতনের রাক্ষসের ভূমিকায় অবর্তীর্ন হতে পারেন ,তিনি কি করে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন?
আমরা যাদের কাছ থেকে সারাদিন মানবিকতা রক্ষার অমৃত বাণী শুনছি ,ঠিক উল্টো চিত্রটাই দেখছি তাদের কর্মে।আসলে আস্থাদৃষ্টে মনে হচ্ছে মানবিকতার সঙ্গাটি আবার নতুন করে সঙ্গায়িত করা উচিত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

মানবী বলেছেন: সমস্যা হলো হত দরিদ্র এই জনগোষ্ঠীর পক্ষে লড়াই করার কেউ নেই।

আপনি, আমি, আমাদের মতো কেউ কেউ একটি দুটি পোস্ট দিয়ে যাই, কেউ কেউ পত্রিকায় দু একটা ফিচার পাবলিশ করেন- এপর্যন্তই! দুঃখজনক তবে বাস্তব।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ মো: মেহেরুল ইসলাম।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

মো: মেহেরুল ইসলাম বলেছেন: আসলে আপনার মন্তব্যর সাথে আমি কিছুটা একমত।তবে এই হত দরিদ্র জনগোষ্ঠির পাশে দাড়ানোর এটাও একটা অংশ।যদিও বলছি না এতে তাদের আহমরি কোন উন্নতি হবে।তবুও

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

মানবী বলেছেন: আমি আপনার পোস্টটিকে সাধুবাদ দিয়েই এমন বলেছি। ওদের কথা তুলে ধরাও নিঃসন্দেহে একটি উদ্যোগ তবে আমরা যদি গৃহকর্মিদের অধিকার আদায় বাস্তবের লড়াইটা চালিয়ে যেতাম তাহলে হয়তে কোন পরিবর্তন সম্ভব ছিলো।
এই মন্তব্য আপনার লেখার প্রেক্ষিতে নয়, নিজের সহ আমাদের মতো সকলের অখ্ষমতার কারনে।

ভালো থাকুন।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

মো: মেহেরুল ইসলাম বলেছেন: hmm

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.