নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভূল নেতা গুল নেতা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০

ভূল নেতা গুল নেতা
---------------------------------------------
লেখাটি পড়ে কেউ কেউ আমার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে পারেন নিমিশেই।কিন্তু তাতে আমার এতোটুকুও যাবে বা আসবে না।যদিও আমি অতিক্ষুদ্র চিন্তা বা ঙ্গানের একজন মানুষ।এখনো ঙ্গানের জগতে আমি নিতান্তই দুগ্ধপোষ্য কয়েক সেকেন্ডের ভূমিষ্ঠ শিশু মাত্র।ইদানিং যা স্বচক্ষে দেখছি তার উপর ভিত্তি করেই বলছি।গত কয়েকদিন আগে ফেইসবুকে সোনাতলা উপজেলার একটা ছাত্র সংগঠনের পোষ্ট দেখলাম।পোষ্ট টি পড়ে তো আমি মনের দুঃখে ফেইসবুক থেকেই বেরিয়ে এলাম।আর মনে মনে ভাবলাম হায়রে দেশটা এখন কি নেতা তৈরির কারখানা হয়ে গেলো নাকি? ঐ ছাত্র সংগঠনের ঐ লেখাটা আবার কয়েকবার ভালো করে পড়লাম।তারপর একটা হিসেব কষতে শুরু করি।হিসেবটা এরকম ।লেখাটিতে মোট বাক্য- ০৫টি,মোট শব্দ- ৪১টি, শব্দের ভূল- ১৩টি, বানান ভূল-২৫টি,সাধু ভাষার ব্যবহার- ৫স্থানে।
নিজের নেতার নামটিও ঠিক করে লিখতে পারেনি।নিজের পদবীটাও ঠিকঠাক লেখতে পারেনি।অথচ এরাই নাকি আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ বড়মাপের রাজনীতিবিদ হবে।দেশের অনেক গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত হবে।যে নিজের নেতার নাম,নিজের পদবীটাই ঠিকমতো লিখতে পারেনা সে কি করে একটা ছাত্র সংগঠনের নের্তৃত্বে থাকে।এটাই যে প্রথম ঘটনা তা কিন্তু নয়।প্রায়ই অনেক নেতার এরকম অসংখ্য যোগত্যার প্রমান মেলে।যখন লেখাগুলো পড়ি তখন নিজেরই গলায় দড়ি দিতে ইচ্ছা করে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

আমি এক অপদার্থ বলেছেন: জয় বাংলা

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

মো: মেহেরুল ইসলাম বলেছেন: ভাই এইটা যে কোন বাংলা সেইটা তো উল্লেখ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.