নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ওনারা শুনেই সাধু

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

ওনারা শুনেই পাগল
-------!!!!!!--------------------

একটু আগে ইনডিপেডেন্ট টিভি চ্যানেলে এডিটর পিকস নামক একটি সংবাদ বিশ্লেষন অনুষ্ঠান দেখছিলাম।তো সেখানে আহলে হাদিস জাতীয় ফেডারেশনের চট্রগ্রামের প্রেসিডিয়াম এক বুজুর্গ যা বললেন তাতে হতবাক না হয়ে পারলাম না।তাকে ব্লগার বা মুক্তচিন্তার লেখকদের হত্যাকন্ডের ব্যপারে ধর্মীয় ব্যখ্যা চাওয়া হলে তিনি সরাসরি ব্লগারদের ধর্ম বিরোধী বলে আখ্যায়িত করলেন।এবং ধর্ম সম্পর্কে কটূক্তি করলে পাল্টা আঘাত আসতেই পারে সেটা যেমন দৃঢ়তার সাথে ব্যক্ত করলেন তেমনী , যারা ধর্ম সম্পর্কে কটূক্তি করে তাদের ও আইনের আওতায় আনার দাবি জানালেন।আবার তিনি এটাও বললেন বিনা বিচারে কাউকে আঘাত করা ইসলাম সমর্থন করে না।তার কয়েকটি কথার সাথে আমিও একমত ।তবে দ্বীমতের জায়গা হলো এক বাক্য সব ব্লগারদের ধর্মবিরধী হিসেবে আখ্যায়িত করা।কিন্তু যখন তাকে প্রশ্ন করা হলো তিনি কোন ব্লগে বা ব্লগারকে দেখেছেন কিনা ধর্ম বা ইসলাম সম্পর্কে কটূক্তিপূর্ন লেখা লিখতে।উওরে তিনি বললেন যে,তিনি শুনেছেন, তিনি ব্লগ সম্পর্কে জানেন না বা ব্লগের লেখা চর্চা করেন না।ধর্মমন্ত্রী তো একবাক্য বলে দিলেন এসব জামাত শিবিরের কাজ।আমার প্রশ্ন তার মতো একজন বুজুর্গ যখন ব্লগ সম্পর্কে কোন ধারনা না রেখেই বলেন যে ব্লগাররা ধর্ম বিরোধী তাহলে আর বলার কিছু থাকে না।সম্মানিত বুজুর্গ মহোদয় আপনি শুনেই যদি এতো পাগলামী করেন ,তাহলে কটূক্তির ব্যপার গুলো স্বচক্ষে প্রত্যেক্ষ করলে বোধহয় লুঙ্গী উপরে তুলে মাথায় দিয়ে সুন্নাত রক্ষা করবেন তাই না?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

হায়দার সুমন বলেছেন: ভালো বলেছো

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

মো: মেহেরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.