নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

মো: মেহেরুল ইসলাম

আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।

মো: মেহেরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অটোগ্রাফ ও এ যুগের সেলফি

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

অটোগ্রাফ ও এ যুগের সেলফি
------------------------------------------------------
বিংশ শতাব্দী পর্যন্ত সময়ে কোন বিশেষ ব্যক্তিত্ব বা তারকাদের নিকট হতে অটোগ্রাফ নেয়াটা ছিলো তৎসময়ের তরুন তরুনীদের নিকট এক ধরনের বিশেষ প্রাপ্তি। অটোগ্রাফ নেওয়ার জন্য তরুন তরুনীরা সেইসব পছন্দের ব্যক্তিদের বা তারকাদের ঘিরে তারকার নাভিশ্বাস তুলে ফেলতো।বই, ছোট প্যাড, বা গেঞ্জি জামা, হাতে, ডায়েরি ইত্যাদিতে তারকারা তাদের অটোগ্রাফ দিতেন।আবার তরুন তরুনীরা এসব অটোগ্রাফ অতি যত্নে রাখতেও ভুলতো না। এই তো সেদিনের কথা।  ২০১১ সালে দিনাজপুর চিরির বন্দরে গিয়েছিলাম রংপুর বিভাগীয় বির্তক উৎসবে যোগ দিতে। তো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা সাহিত্যিক আনিসুল হক আসলেন। ছেলে মেয়েরা তো অটোগ্রাফ নেওয়ার জন্য তাকে ঘিরে ধরলো। অবশ্য আমিও নিয়েছিলাম অটোগ্রাফ।  তিনি প্রায় ৩ ঘন্টার মতো অনুষ্ঠানে ছিলেন। এই তিন ঘন্টা শুধু তার বক্তব্যর সময় বাদে তাকে একের পর এক শিক্ষার্থীকে অটোগ্রাফ দিতে দেখলাম। টেবিলে তার সামনে অটোগ্রাফ নেওয়ার জন্য বিশাল স্তুপ।


তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন কথা বলে। এখন সবাই অটোগ্রাফ এর পরিবর্তে সেলফি নিতেই ভালোবাসে। অবশ্য সেলফি নেওয়াটা একটু সহজ ও বটে। হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই সহজেই যেখানে ইচ্ছা সেলফি নেয়া যায়।কোন তারকার সাথে সেলফি তোলা বর্তমান তরুন তরুনীদের কাছে এক ধরনের ফ্যাশন হয়ে উঠেছে। বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে তারা সেলফি তুলছে।আবার বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোও তাদের প্রচার বাড়াতে বিভিন্ন সেলফি তোলার প্রতিযোগিতার আয়োজন করছে।

সবকিছুই চলছে ভালোই।ফেইসবুক খুললে তো সেলফির পিডিয়া পাওয়া যাবে। তবে আর বোধহয় বেশিদিন নাই যখন মানুষ অটোগ্রাফ দেওয়া বা ণেওয়াটা ভুলেই যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.