![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
বিজয়ের ৪৪ বছর পরে ?
-------------------------------------------
" ধন ধ্যান্য পুষ্পে ভরা,
আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।"
হ্যা আমার জন্মভূমি বাংলাদেশ সকল দেশেরই সেরা।কেননা এমন সবুজে ঘেরা সৌন্দর্যমন্ডিত দেশ পৃথিবীতে আর একটিও নেই।এ দেশে জন্মে আমি গর্বিত।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৩০লক্ষ প্রাণ আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের পরাজয়ের মধ্যে দিয়ে জাতি অর্জন করেছিলো বিজয়ের পতাকা।সকল অত্যাচার,অন্যায়,শোষনের হাত থেকে বাচার লক্ষ্য নিয়ে এ জাতি মুক্তিযুদ্ধ করেছিলো, আমাদের উপহার দিয়েছিলো স্বাধীন স্বার্বভৌম একটি মানচিত্র। আমরা বুক ভরে শান্তির নিশ্বাস নিতে চেয়েছিলাম।কিন্তু হায়? বিজয়ের ৪৪ বছর পরেও এই স্বাধীন দেশে বুক ভরে শ্বাস নিতে ভয় হয়।কেননা যে চেতনায় জাগ্রত হয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো তা সম্পূর্ণ পূরন হয়নি আজও।তা জাতির কাছে স্বপ্নই রয়ে গেছে।যদিও আজ মানুষ প্রতিদিন পেট ভরে ভাত খায়,মানুষের মাথাপিছু আয় সহ জীবন যাত্রার মান বেড়েছে তথাপি মানুষের মানবাধিকার এখনো নিশ্চিত হয় নি।পত্রিকার পাতা খুললে, টিভির পর্দাতে প্রতিনিয়ত দেখছি কিভাবে মানবাধিকার লুন্ঠন করা হচ্ছে। নিরিহ দিনমজুর, ঈমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত,গির্জার চার্চ,প্যাগোডার ভিক্ষু,ছাত্র,লেখক,প্রকাশক, এমনকি বিদেশি নাগরিক কেউই বাদ পড়ছে না।উগ্র জঙ্গিবাদের ছোবলে তাদের মানবাধিকার পদলুন্ঠিত।অথচ রাষ্ট্র নির্বিকার।দায়সারা ভাবে প্রত্যেক ঘটনার বিষয়গুলোকে কিছুটা কৌশলে এড়িয়ে যাবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে প্রতিনিয়ত।
কিন্তু এভাবে আর কতো? আর কতো হত্যা কতো মানবাধিকার লুন্ঠিত হলে রাষ্ট্র প্রকৃত ঘটনা উদঘাটনের প্রচেষ্টা চালাবে বা এক বাক্য বলবে না এসব বিচ্ছিন্ন ঘটনা।
©somewhere in net ltd.