![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
কিরে বাপু মুইতা পানি লওন লাহে না?
-------------------------------------------------------
আজকাল ধর্ম নিয়া যা কারবার ডা শুরু হইছে মামু। এক লগে হগলেই দেহি ধার্মিক হয়া গেলো।দেশে যে কোন কালে বা বর্তমানে কোন ধর্মহীন বা ধর্মের লেবাসধারী কেউ আছিল, হেইডা মনেই হইতাছে না।আহ আহ কি ধর্মের ত্বত্ত বাণী শুনতাছি।এমন বাণী যদি আগে হুনতাম। কি লাফালাফিরে মামুর বেটা। নামাজ পড়নের খবর নাই, আল্লাহ রসূলের নাম নাই মুহে, মুইতা পানিডা লওনের সময় পায় না, মিছা কতা দিয়া দিন শুরু আর মিছা কতা দিয়া যাগো নিন, তাগো মুখে ধম্মের বাণী হুনলে ভালাই লাগে।হারাদিন যাগো চিন্তা, কেমতে মাইনষের থেইক্কা বড়লোক হমু, কার কেমতে ক্ষতি করুম, কেমতে কারে ফান্দে ফালাই নিজে কামাই করুম, তাগো দিলে যে ধম্মের গীত বাজতাছে দেহি।মাদ্রাসার ছাত্র গো লাইগা আবার কারো কারো দিলে বহুত কষ্ট দেখতাছি।কিন্তু হেগো কারোরেই তো মাদ্রাসায় পড়তে দেখিনাইক্কা, না পড়তে দেখছি তাগো আত্বীয় -স্বজন।তাগো দিলে এতো দরদ উতলায় কেমতে বুঝিনা। হেরে বাপু এতো যে ধম্ম ধম্ম করতাছোস মুইতা পানি নিছোস জিবনে।হারা জিবন তো খাড়াইয়া মুইতা গেলি।এহন তোগো স্বভাব -চরিত্র ভালা হইছে নি? ভালা হইলেই ভালা।আর স্বভাব না পাল্টাই অন্যর এতো ভূল ধরস কে? মাদ্রসা মাদ্রসা কইরা মরতাছোস গেছিলি কুন্দিন মাদ্রসায়? দিছোস কুন্দিন ২ ডা টেহা কোন মাদ্রসার ছাত্র রে। আজাইরা গলা না ফাটাইয়া নিজের মুতের পানি ল।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩২
কালীদাস বলেছেন: লেখাটা ভাল লাগছে আমার। সব হয় রগকাটা হয়ে গেছে আর নাহলে ধর্মকে গালি দেয়া এক্সট্রিমিস্ট হয়ে গেছে, সাধারণ বাংলাদেশি জনতা কই?
অফটপিক: আপনি কমেন্টের রিপ্লাই তেমন একটা দেন না এবং আজ অবধি অন্যের ব্লগে মাত্র একবার কমেন্ট করেছেন। কম্যুনিটি ব্লগিং-এ ইন্টারএকশনটা বড় গুরুত্বপূর্ণ; এদিকে একটু নজর দিন প্লিজ।