![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
নিশি দরবেশ
------------------------------
উত্থিত দন্ড আর অপরিপক্ক পায়ুপথ,
নিশি দরবেশদের আনাগোনা,
ইশ হুজুর লাগে তো--!
ইয়া-মাবুদ এই অবুঝরে জ্ঞান দান করো।
আর একটু --।
এ কষ্ট তোর জান্নাতে যাবার রাস্তা,
এই অগ্নি পরিক্ষা পাশ করতে পারলে, তোর জাহান্নামের আগুনের ধার কমবে।
তোর জান্নাতের টিকিট নিশ্চিত--?
নিশি দরবেশ ঘামে চুকচুক।
জান্নাতের টিকিট নিশ্চিত জেনে,
অবুঝ--?
সব দাতে চেপে সহ্য করে।
কামের তাড়নায় নয়,শুধু জান্নাতের টিকিট হাতে পাবে বলেই তার এতো সহ্যর ধার।
অপেক্ষার প্রহর আর কাটে না,
জান্নাতের টিকিট তখনো লুকানো দরবেশের ঢাকনার নিচে।
অবুঝ হতাশ----?
কিন্তু নিশি দরবেশের আনাগোনা থেমে নেই----?
তার হাতে থাকা জান্নাতের টিকিট বিলিয়ে চলে মশারি থেকে মশারি।
আর তাইতো প্রতি রাতে তাহাজ্জুদ শেষে,
নিত্য নতুন মশারির গন্ধ গায়ে মাখে,
জান্নাতের টিকিট ধারী নিশি দরবেশের দল।
আহ আহ কি সেই টিকিটের কামুক উন্মাদনা-----?
শুধুই ঘষ ঘষ---?
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ কষ্ট তোর জান্নাতে যাবার রাস্তা,
এই অগ্নি পরিক্ষা পাশ করতে পারলে, তোর জাহান্নামের আগুনের ধার কমবে।
তোর জান্নাতের টিকিট নিশ্চিত--?
আর কত হতে হবে প্রতারিত !