![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারন একটা মানুষ।জ্ঞানের দিক থেকেও অতি ক্ষুদ্র ও নগন্য।তবে স্বপ্ন দেখি অনেক বিশাল।কারন স্বপ্ন দেখতে কোন খরচাপাতি লাগে না।আমি ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।তবে ধর্মান্ধ নই।
কবিতা বিক্রি করতে চাই
সস্তা নয় খুব চড়া দামে
যার কেনার ইচ্ছে হয় কিনবে
যার ছুয়ে দেখার ইচ্ছে হয় দেখবে
সাহিত্যের বাজারে তুলবো
কবিতার প্রত্যেকটি লাইন পদ বিরামচিহ্ন
আচ্ছা
সাহিত্যের বাজারে কি কেজি দরের প্রচলন আছে
কেউ কি কিনবে কবিতা
নাকি সবাই বিক্রেতা
সাহিত্যের বাজারটাই বোধহয় এমন
সবাই শুধু বেঁচতে চায়
কিনতে চাওয়া খরিদদার গুলো সংখ্যায় একদম কবিতার শেষ লাইনের বিরামচিহ্ন এর মতো
২| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
আমি কিনবাম কবিতা
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৭
রাজীব নুর বলেছেন: কবিতা মোটামোটি হয়েছে।
আর ছবি উপরে দিবেন।