নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহবুব । সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারপাঠকভাইবোনদের আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা । আশা করি আপনাদের আমি আবহমান বাংলার সব সুন্দর রচনা উপহার দিতে পারবো ।।

সৈয়দ মেহবুব রহমান

আমি মেহবুব । সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার ভাইবোনদের আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা । আশা করি আপনাদের আমি আবহমান বাংলার সব সুন্দর রচনা উপহার দিতে পারবো ।।

সৈয়দ মেহবুব রহমান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিয়ে সব পাওয়া যায় ?

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬



লেখার শিরোনাম দেখে আপনারা কি ভাবছেন জানিনা । তবে যা ভাবছেন তা না ও হতে পারে । ভালবাসার মানে বা সংজ্ঞা কিন্তু পরিনত বা প্রাপ্ত বয়সের দু জন নর নারীর প্রেমজ সম্পর্কে সীমাবদ্ধ কিছু নয় । ভালবাসার সংজ্ঞাটা কিন্তু ব্যপক অর্থে বিশালতার উপমা । মা বাবা ও সন্তানের মধ্যকার ভালবাসা , ছাত্র ও শিক্ষকের ভালবাসা , বন্ধু-বান্ধবীর মধ্যকার ভালবাসা , কাউকে একনজর দেখার ভালবাসা প্রত্যেকটিই হল ভালবাসার একেকটি ডেফিনিশন বা ভেরিয়েশন মাত্র । আসলে ভালবাসা কি ? ভালো লাগা টাই কি ভালবাসা ? বোধ হয় এটাই ভালবাসা কে বোঝানোর কাছাকাছি কিছু । না , ভালো লাগা টাকে পুরোপুরি ভালবাসা বলা যাবেনা , যাবে কি ? ।

''চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

রংধনু রং শুধু প্রাণেতে ঝরে
উদাসী মনকে বিভোর করে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

হয়ত আমার কথা সুন্দর
হয়ত আমার গান মিষ্টি
হয়ত আমার প্রেম নির্ঝর
যাদু ভরা দু চোখের দৃষ্টি
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়

ওগো যে মন একটি স্বপ্নকে ভালোবেসে
এগিয়ে চলে সে তো ভাবাবেসে

ফুলতো ফুটবেই বাগানে
ছুঁটে ছুঁটে আসবেই অলি
যখনই জ্বলবে দ্বীপ আধাঁরে
যাবেতো পতঙ্গ জলি
যদিও ঐ কথা মিথ্যে নয়
ভালোলাগা শেষে ভালোবাসা হয়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়।
চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়''

অসম্ভব সুন্দর এই গানটির শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি , ভুল বললে কমেন্টে সঠিক শিল্পীর নাম বলবেন এ অনুরোধ রইল ।

তো যা বলছিলাম এতো গেলো মানবের হিসাব , মনে আছে কি , ওই যে আমরা ছোটবেলাতে ইব্রাহিম খা রচিত পুটু গল্পটি ক্লাস ফোর এর পাঠ্য বইয়ে পড়তাম ? তো আসলে ভালবাসা জিনিসটা সার্বজনীন । বলা-অবলা সবার ভিতরে ভালবাসা আছে । কেউ প্রকাশ করতে পারে , কেউ পারেনা ।

এতো কিছু লিখতে আমাদের প্রিয় সামহোয়্যারইন এ এলাম একটি ঘটনার জন্য , আজ থেকে বেশ ক মাস আগে আমার পরিচিত একজন খেটে খাওয়া মানুষ (রাবু দা )কে দেখেছিলাম একটা কাঠবিড়ালির বাচ্চা পোষ মানাতে । ঘটনার বাকগ্রাউন্ড টা ছিল এমন , একটা কাঠবিড়ালির বাচ্চা কদম গাছ থেকে পড়ে গিয়েছিলো , বয়স ০৪-০৫ দিনের বেশি হবেনা । আর রাবুদা সেই কাঠবিড়ালিটা কে পেলে পুষে ভালবাসা দিয়ে কিভাবে পোষ মানাল একবার দেখে নিন। ভালো লাগলে ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন ।

ভিডিওটি এই লিংকে https://www.youtube.com/watch?v=eLqjM07w5x0
ভিডিওটি এই লিংকে https://www.youtube.com/watch?v=eLqjM07w5x0
ভিডিওটি এই লিংকে https://www.youtube.com/watch?v=eLqjM07w5x0

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ভালবাসা দিলেই ভালবাসা মিলে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসার বদলে ভালোবাসা...

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: তাই আমাদের সবাইকে ভালোবাসতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.