![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ মানুষ। খেটে খাওয়া শ্রমজীবি। ধর্ম ও রাজনীতি নিয়ে খুব উদার মনোভাব পোষন করি। পৃথিবীটাই আসলে প্রত্যেকের। জাতি, ধর্ম, বর্ণ ও সীমানার বাধনে বাধা ঠিক নয়। এই মত লালন করি। আমার কামনা পুরো পৃথিবী একদিন একটাই দেশ হবে।
আমি কোথাও নেই, হঠাৎ হাওয়া
ক্ষমতার কি ম্যাজিক্যাল দক্ষতা
আমার সাফল্যের উদ্ভাসিত দরজা
উপরে ওঠার উজ্জ্বল সিড়িটি
অলি-গলি মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল।
কল-লিস্ট, রেকর্ড, গুগল ট্র্যাকার
টিভি, ব্লগ, পত্রিকার পাতা
সরকারি বা বেসরকারি
নথিপত্র থেকে হঠাৎ উধাও আমি;
তাই আজ শুণ্যে ঘুরি অবশেষে
অশরীরি আত্মার মতো, ভৌতিক ।
তোমাদের চিত্রিত সীমানা থেকে
যারা আমাকে নিশ্চিহ্ন করেছিলে
আমার মেধার উপর মেরেছিলে সীলমোহর
দেহকে টুকরো করে উড়িয়েছিলে শুন্যে
আমি সেখানেই বসে কবিতা লিখছি আজ
আজ আমাকে দেখেনা কেউ
আমি সবাইকে দেখি
আমার প্রিয়জনের অশ্রুর তীব্র স্রোতে
তোমাদের ভেসে যেতে দেখি।
২| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৬
মাস্টারদা বলেছেন: যদিও হচ্ছে মনে
খানিকটা আরো যেন রয়ে গেছে কোনো এক খানে...
নীল বাষ্প নিচ্ছিদ্র বুকে পাঁক খেয়ে খেয়ে উঠতে_ হঠাৎ নিভে গেল চুলা..
তবুও ভেবেছে, কোথায় ডেবেছে জীবন রথের ভেলা!
কবিতার কৃতিত্ব আছে।
ভাল্লাগছে।
৩| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ২:৩৮
নেওয়াজ আলি বলেছেন:
অতুলনীয় লেখা শুভ কামনা রইলো
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।