![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের কয়েকটা খবরের কাগজে দেখলাম যে পুলিশের বিরুদ্ধে আইন প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেছে আমাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের একজন নেতা।
খবরে প্রকাশ যে নিজেকে ছাত্রলীগের নেতা ঘোষণা করেও পুলিশের গুলি থেকে রক্ষা পাননি তিনি।
গতকাল সন্ধ্যায় আইন প্রতিমন্ত্রী কামরাঙ্গীর চরে পুলিশের গুলিতে আহতদের হাসপাতালে দেখতে গেলে ছাত্রলীগের ওই নেতা এ অভিযোগ করেন বলে লিখা হয়েছে কাগজগুলোতে।
আমার মতে পুলিশের উপর এই ঘটনার দোষ চাপানো ঠিক হবেনা। পুলিশ প্রশাসনের হুকুম পালন-কারী। প্রশাসন যা বলে তাই করতে পুলিশ বাধ্য - যে কোন গণতান্ত্রীক শাসনের এটাই নিয়ম।
আমাদের মহামান্যা প্রধানমন্ত্রী এবং আমাদের আওয়ামী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী জোড় গলায় সবাইকে শুনিয়েছিলেন যে সব নাশকতা করবে জামাত-শিবিরের ক্যাডাররা। এই নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নেয়ার জন্য পুলিশকে তারা আদেশ দিয়েছিলেন। আমার মনে হ্য় পুলিশ সে আদেশ পালন করেছে মাত্র। মন্ত্রীদের আদেশ পালন করার জন্য পুলিশকে দায়ী করা মোটিই ঠিক হবেনা। এর জন্য হুকুমদারীদেরকে পাকরাও করা প্রয়োজন।
যেকোন মানুষের জীবননাশ দুঃখনীয়....। যা হওয়ার কথা ছিল সেটার পরিবর্তে হয়েছে আরেকতা - এটাকেই বলে হেফাজতে তাকদির!
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৮
জাহাঙ্গীর জান বলেছেন: সত্য যুদ্ধ অবস্হা কি আঃ লীগ এবং কি বি, এন পি না জামাত এখন কোনো পরিষ্কার পরিচয় নেই ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
বোকা_ছেলে বলেছেন: হুকুমের আসামী
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৪
মাহবৃব সাজ্জাদ বলেছেন: দেশ!!!!!!!!!!!