নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহমান

আমি মেহমান › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম আর জামাতে ইসলামী কি এক ও অভিন্ন না একই মুদ্রার দুই পিট?

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

হেফাজতে ইসলাম



আর



জামাতে ইসলামীর



মধ্যেকার মিল আর পার্থক্য নিয়ে অনেক লেখালেখি হয়েছে গত দুই দিনে।



আমার সামান্য পর্যবেক্ষণ আপনাদের সাথে ভাগ করতে চাই। সাইডে লাগলে মাফ করে দিবেন – কউকে হেয় করার বা কাউকে মাথায় তুলার ভাষণা নেই!



মিলসমূহ

১। হেফাজত আর জামাতের মধ্যে সব চাইতে বড় মিল 'ইসলাম'। সব মুসলমানরা এক হলে কি শিহরণ জাগে তার কিছু আভাস বা ঝলক দেখল বাংলাদেশ!



২। হেফাজত আর জামাতের আরেক মিল - ইসলাম বিদ্বষীদের চুলকানী! ব্লগ, রাজপথ আর কিছু কিছু মিডিয়াতে এই চুলকানীর পরিমান দেখে তাজ্জ্বব না হয়ে পারা যায়না। ৯০ ভাগ মুসলমানের মাটিতে বাস করে ইসলামের প্রতি এত অবমাননা! সত্যিই আর্শ্চয্য!



৩। ইসলাম বিদ্বষী আর স্যাকুলার ইসলামিস্টদের জন্য হেফাজত আর জামাত এক মরণ সন্ধ্যা। তাইতো তাদের এই আপ্রাণ প্রচেস্টা। কারো কারো মেজাজ এমন খারাপ - মানুষের মত চলাই দায় হয়ে পড়েছে তাদের জন্য। মেজাজের সাথে ভাষাও একেবারে নর্দমার কাঁদার মত!



৪। হেফাজত আর জামাত রাতারাতি অনেক মুফতি তৈরী করতে সক্ষম হয়েছে। এসর নব-মুফতিরা বিভিন্ন ভাবে বিশেষ নির্দেশনায় আচানক সব ফতোয়া বিলি করতেছেন - যেমন: ইসলামের হেফাজতকারী আল্লাহ - মানুষ ইসলামের জন্য লড়াই করবে এটা শোভা পায় না। শানে নজুলের হিকমৎ দেখে বাহ বাহ না দিয়ে পারা যায়না! ইসলামে নারীর মর্যাদা, ধর্মকে মসজিদ-মাদ্রাসায় সীমাবদ্ধ রাখার জরুরীতা, আস্তিক, নাস্তিক, মুরতাদ আরও অনেক ব্যাপারে ফতোয়ার এখন কোন অভাব নেই!



৫। হেফজত আর জামাত আওয়ামী সরকার আর বামপন্হী ভাই-বোনদের জন্য মহাবিপদ। যুদ্ধপরাদের নামে দল আর গোষ্ঠীর বদলা নেবার পরিকল্পনার হায়াত এখানেই যেন শেষ! এখন অন্য কৌশল খুজতে হবে তাদেরকে।



পার্থক্য সমুহ:

১। হেফাজতীদের বিশ্বাস ইসলামে রাজনীতি নাই আর জামাতিদের মতে রাজনীতি ছাড়া ইসলামই নাই! হেফাজতে ইসলাম তাদের দাবীসমূহকে অরাজনৈতিক বলে প্রচার করছে - আর জামাতে ইসলামী তা রাজনৈতিক ভাবে ব্যবহার করছে!



২। হেফাজতীরা মনে হয় বলে কম আর করে বশী। জামাতিরা আমার মতে অনেক সময় বলে বেশী আর করে কম!



৩। পোষাক-আশাক; গোফ-দাড়িতেও কিছুটা পার্থক্য আছে বলে মনে হচ্ছে হেফাজতী আর জামাতিদের মধ্যে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত

Click This Link

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭

আমি মেহমান বলেছেন: আপনি বোধ হয় সরকারী মন্ত্রীদের মুখের বুলি শুনেন নাই - হেফাজত বলতে কিছুই নাই - শুধু বি এন পি আর জামাত-শিবির।

না, আমি ভূল রেডিও স্টশন ধরাইছি??????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.