![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ইনু মন্ত্রী সাহেব দিল্লী থেকে কি আমদানী করতে গেছেন শুনে আমি আজ মহা-বেকায়দায়! আকাশে লাফ দেব না দেয়ালে টুকে মাথা ভাঙ্গবো তা ভেবে পাচ্ছিনা। আপনাদের সাহায্য চাই। পোস্টা পড়ে কিছু সাহায্যের উপদেশ দিলে কৃতজ্ঞ থাকবো আপনার কাছে!
হ্যা, আগেই বলে রাখা ভাল যে আমার চিন্তাধারা ও মনটা একটু লিবারেল তা আমি নিজেই জানি! দেশের অনেক লোকজন ভারত থেকে আমদানী করা পণ্য ভাল পাননা। দেশের নাকি ক্ষতি হয় অনেক! আমার এই ধরনের চিন্তা নাই মোটেই নাই। যেটা দামে সস্তা আর গুণে ভাল তা আমি চাই! কিশোর বয়সে অভ্যাস ছিল নাসিরউদ্দিন বিড়ির আর খাসিয়া পানের। দুইটাই আসতো ভারত থেকে। খুব উপভোগ হতো দুটার সংমিশ্রন!
ভারতীয় গেন্জী, লুংগী, সার্ট আর ভাবীদের জন্য বানারশি শাড়ী ভারতের হলে আগেও ভাল লাগতো - এখনও লাগে। সত্য বলতে লজ্জা কিসের। ভারতের জিনিসের মত কোয়ালেটি জিনিস অনেক সময় দেশীয় উৎপাদনের ধারা হয়না।
মূল কথায় যাই, আপনাদের সময় নষ্ট করতে চাই না - চাই আপনাদের সৎ উপদেশ।
চলচ্চিত্র শিল্পের মাঝখান থেকে সীমান্তের বেড়া সরিয়ে নিতে ইনু মন্ত্রী সাহেব সরাসরি ভারত সরকারের কাছে আর্জি জানাবার নিমন্ত্রণ পেয়েছেন। ইনু সাহেবের ধারনা যে দু’দেশের বাজার খুলে গেলে বাংলা চলচ্চিত্রের এখনকার রংচটা ছবিটাই বদলে যাবে। যৌথ প্রযোজনায় অনেক ছবি তৈরি হবে, অনেক বড় বাজেটের ছবি তৈরি হবে। কর্মসংস্থান বাড়বে।
এর সাথে সাথে আসবে ভারতীয় নায়িকারা। ভারতীয় সোবিজ নায়িকাদের তুলনায় আমাদের বর্তমান বাংলাদেশের নায়িকারা কিন্ত খুব কনসার্ভেটিভ বা 'সেকেলে'। আমাদের নায়িকাদের কোন কিছুই দেখা যায়না। শরীরটা ঘুরে রাখে বাঙালির মত - নাচে যদি তাও বাঙালির মত! গায় বাঙালির কৃষ্টিনুযায়ি, হাটেও সেই কায়দায়!
ভারতীয় নায়িকাদের মত আমাদের দেশী্য় নায়িকাদের আবেগ (যৌন) নাই, আপিল নাই, বুকের সাইজটাও অনেক কম! আমাদের নায়িকাদের কাপড় লাগে অনেক বেশী। ভারতীয় নায়িকাদের মত সুতো দিয়ে শরীর ঢাকতে জানেনা - কি সমস্যা দেখেন! আর নায়কদের অবস্হাও তাই! কোমড়ের নীচের অংঙটা কিভাবে দোলাতে হয় তা জানেনা অনেকেই! বিশেষ পার্টির জন্য তাই আমাদের অনেককে ভারত থেকে 'হায়ার' করতে হ্য়!
ভারতীয় নায়ক-নায়িকাদের মনভোলানো অংঙী-ভংঙীর অবিকল নকল করবে আমাদের দেশের নায়ক-নায়িকারা! সেই দৃস্য দেখার লোভ সামলাতে পারছেনা আমার লোভী মন! বাহ, কি মজা হবে তিশা আর নিপুনরা যদি ক্যাটরিনা আর সানীদের মত নাচতে, গাইতে আর মনমাতানো কায়দায় সবার দিকে চাইতে শিখে!
এই ভাবনায় যখন বিভোর তখন আমার সাত বছরের ছোট বোন দৌড়ে এসে বসলো আমার পাশে। সর্বনাশ! এই বোন আর মা-বাবার সাথে, একসাথে বসে এই মনভোলানো ভারতীয় কায়দার প্রডাকশোনগুলো তো দেখা যাবেনা। পারিবারিক টিভি দেখার যে নিয়ম-নীতি আমাদের মত মধ্যবিত্তদের মাঝে তা বজায় রেখে ইনু মন্ত্রী সাহেবের পরিকল্পনার যৌথ উদ্দ্বোগ কি সম্ভব?
মনটা একটু ভেঙ্গে গেল! একটু আগের সেই উৎসাহ কেন জানি ভেজা ভেজা ভাব ধারন করলো! ছোট বোনকে কোন কিছুই বল্লাম না। হঠাৎ একটা চিন্তায় দেয়ালের সাথে মাথা ফাটাবার পর্যায়ে নিয়ে গেল। তিশা আর নিপুনদের মত আমার এই ছোট বোন আর তার বান্ধবীরা যে ক্যাটরিনা আর সানীদের মত হবেনা তার গেরান্টি কোথায়। আমি কি চাই আমার বোন ক্যাটরিনা আর সানীর মত হবে! অবশ্যই না!
ইনু মন্ত্রী কি চান তার বোন বা মেয়ে সানীর মতো হবে? জানি না। কিন্ত উনার কারনে আমাদের ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে ধংস আনা ঠিক হবেনা মোটেই।
তবুও কেন জানি আমাদের তিশা আর নিপুনদেরকে ক্যাটরিনা আর সানীদের মত নাচতে, গাইতে আর মনমাতানো কায়দায় সবার দিকে চাইতে দেখতে চায় আমার এই লোভী মন।
মনটাকে কোন দিকে ফেলী আপনিই বলুন তো? খুশীতে লাফ দেই না অস্হিরতায় দেয়াল খুজিঁ!!
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
আমি মেহমান বলেছেন: না, ইনু আমার মত গে না।
তবে আপনার মত মেরুদন্ডহীন কি না তা বলতে পারবো না!
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮
শুটকাভাই বলেছেন: তুমি একটা আস্ত খানকি। বোদার বাল জানোনা বাংলাদেশের ফিল্ম ইন্ডাষ্ট্রি ধ্বংসের পথে। বর্তমান নায়ক-নায়িকাদের ছবি পাবলিক খাচ্ছে না, ফলে সিনেমা হলগুলোও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই সরকার দুদেশের বাংলা সিনেমার একটা সমন্বয় করে ফিল্ম ইন্ডাষ্ট্রিকে বেঁচে রাখার চেষ্টা করছে মাত্র। এখানে তথ্য মন্ত্রী হিসেবে ইনু তার দায়িত্ব পালন করছে। ইনু কি তোমার মত গে নাকি?