নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহমান

আমি মেহমান › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসবাদ রুখার বৃটিশ কায়দা - কথা বলতে দিন কিন্ত শুনতে দেবেন না!

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২





যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মারা গেছেন গত সোমবারে। বিবিসির খবরে দেখলাম তাকে নিয়ে তার দেশে বেশ হাংঙামা হচ্ছে। রিপোর্ট পড়তে নেটে সন্ত্রাসবাদীদ রুখার জন্য থ্যাচার সরকারের এক অভিনব পন্হার সন্ধান পেলাম।



সন্ত্রাস রুখার জন্য তার সরকার কোন প্রমানকৃত সন্ত্রাসবাদীদের কথা সরাসরি কোন মিডিয়াতে প্রচার না করার জন্য আইন প্রণয়ন করেছিল ১৯৮৮ সালে। দীর্ঘ ছয় বছর সন্ত্রাসবাদীদের কোন কথাই সরাসরি 'এয়ার' করা হয়নাই। সন্ত্রাসবাদীদের যে কোন কথাই 'ভয়েস অভার' করা হত।

বিস্তারিত এই লিংকে http://news.bbc.co.uk/1/hi/4409447.stm



আওয়ামী সরকার তা করলে কেমন হয়! কারো কথা প্রচার করা যাবেনা সরকারী মন্ত্রী-মিনিস্টার ছাড়া। বিরোধী দলের কথায় ভয়েস অভার করতে হবে প্রচারের আগে। অনেকে হয়ত বলবেন বাকি কোথায় - সে পথেই অগ্রসর হচ্ছে সকল কল-কবজা! বাকি কোথায় বিবিসির রিপোর্ট পড়লেই বুঝতে পারবেন!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৩

অন্য পুরুষ বলেছেন: বৃটিশ কায়দা বাংলাদেশে আসলে তো উন্নতির লক্ষণ !!!

!:#P !:#P

১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭

আমি মেহমান বলেছেন: তাইতো ভাবছিলাম!
১৭৭৫ সনে নাকি তাই ঘটেছিল - না আমার বুঝতে ভূল হচ্ছে, ভাই?

২| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪২

অন্য পুরুষ বলেছেন: ১৭৭৫ সালে কি হইছিল ভাই? বুঝলাম না !!

১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৯

আমি মেহমান বলেছেন: ১৭৭৫ সালে বৃটিশরা নানদকুমারকে ফাসিতে ঝুলাইছিল তাদের আইন নকল করার দায়ে..... বিস্তারিত Click This Link

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

অন্য পুরুষ বলেছেন: উপস !! তাইলে তো বিপদে পড়ব সরকার !!! এ বিষয়ে সরকারে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন দেখি...

:| :| :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.