নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মেহমান

আমি মেহমান › বিস্তারিত পোস্টঃ

আর সবকিছুতেই 'আন্তরজাতিক'! তো, আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য আন্তরজাতিক সাহায্য নিতে সরকারের দ্বিধা কেন?

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০০



দূর্যোগের সময় কারো কাছ থেকে পাওয়া সাহায্য ফিরিয়ে দেয়না সাধারণত কোন দেশ। সেই দেশ ধনী হোক কি গরীব। হিইটি, জাপান ও আমেরিকা সহ অনেক দেশ তাদের দুর্যোগের সময় শত শত বিদেশী পারদর্শীদের থেকে সাহায্য নিয়েছে।



সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।



গত বুধবার ভবনটি ধসে পড়ার পর অভিজ্ঞ উদ্ধারকারী দল পাঠিয়ে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য। কিন্তু তাদের এই প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের আমাদের আওয়ামী সরকার।



অনেকের বিশেষজ্ঞের মতে উদ্ধারকাজে বিদেশি সাহায্য গ্রহণ করা হলে দেশের ক্ষমতাশীন দলের অনেক কুকর্মের তথ্য পাশ হয়ে যাবে দিধায় সরকার এই সাহায্য নেয়নি। উচ্চ পর্যায়ের কেলেংকারী, সরকারী মন্ত্রী-মিনিস্টারদের দালালী ও দলীয় মাসতানদের দূষিত সব কাজ জনগনের জানা হয়ে যাবে বলে সরকার আশঙ্কা করেছে।



জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, সাহায্যের প্রয়োজনীয়তার বিষয়টি এবং যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায় যে তার জন্য প্রস্তুত, সেটা বাংলাদেশকে জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে।



বিশেষজ্ঞদের সহায়তা নিলে আরো অনেক প্রাণ বাচানো যেত বলে মত প্রকাশ করেছে জাতিসংঘের এবং যুক্তরাজ্য। আমার মতে - মানুষ বেচে থাকলে তাদের কাহিনী জানা হয়ে যেত সবার। আমার কেন যেন ধারনা হচ্ছে আমাদের আওয়ামী সরকার ও বর্তমান প্রশাসন "রানা সাহেবদেরকে" দেশ থেকে স্বস্মানে ভারতে পাঠানোর পেরেশানিতে সাধারণ মানুষের কথা ভাবভার সময় পাননি।



এতে আমাদের সরকার ও প্রশাসনের আসল চেহারা শুধু আমরাই দিখিনি - দেখেছে সারা বিশ্ব!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

মোস্তাক খসরু বলেছেন: আরে বেকুব দিধা নয়। বিদেশী সাহায্য নিতে গেলে এই ব্যাবসাটাই হারাতে হবে। যে দেশে নুনতম মর্জদা মানুষ মানুষকে দেয় না সেই দেশকে কাজ দেয়াটা কতটুকু যক্তিসঙগত আপনি মনে করেন। যারা চালকের আসনে বসে আছে তারা ঘাস খায় না। নিজেদের ব্যার্থতা ফলাও করে প্রকাশ করতে চাননি বলেই বিনয়ের সাথে বারন করেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

আমি মেহমান বলেছেন: আপনি ঠিকই বলেছেন - দেখেনতো আমার মতো আর কেউ বেকুব আছে কি।

"যারা চালকের আসনে বসে আছে তারা ঘাস খায় না" - একেবারে খাটি কথা।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

আমি মেহমান বলেছেন: "যারা চালকের আসনে বসে আছে তারা ঘাস খায় না" - একেবারে খাটি কথা।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

ম.র.নি বলেছেন: বন্ধু রাস্ট্র ইন্ডিয়া সাহায্যের হাত বাড়ালো না বলে খুবই দুঃখ পেলাম।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

হাসির মানুষ বলেছেন: ভাই বিদেশ হতে এদের সাহায্য আসতে আসতে ভবনের ভেতর লাশগুলা সার হয়ে যেত। আর ভারী যন্ত্রপাতি সবই তো সেনাবাহিনীর আছে। তাই দিয়াই তো গতকাল হতে কাজ শুরু করছে।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০

আমি মেহমান বলেছেন: ভাই - বিদেশীদের যন্ত্রাপাতি আর লোকজন আমাদের দেশের পাশেই আছে।

আমাদের যন্ত্রপাতি? এর কারনেইতো আগুন লেগে লোক মারা গেল - তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.