নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই ধর্ম, সত্যই শান্তি, সত্য আসে যেখানে, আমি আছি সেখানে।

শান্তির বাণী

সর্বদা সত্যের বাণী প্রচার করতে চাই।

শান্তির বাণী › বিস্তারিত পোস্টঃ

সত্যকে মেনে নিতে কষ্ট হয় কেন ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

বর্তমান জমানায় সত্যকে মিথ্যার মাঝে দাড় করাতে গেলে সত্যই মিথ্যা হয়ে ধরা দেয়, আসল নকল হয়ে ধরা, সত্যকে মিথ্যার মাঝে দাড় করাতে গেলে, উপাধী পেতে হয় পাগল, ভন্ড, প্রতারক, এমনকি সাজা হিসেবে গ্রহন করতে কারাভোগ । সত্য সে যুগে যুগে গোপন থেকে যায়। অসত্যের মাঝে মাথা উচু করে দাড়াতে পারে না । এটা সত্যের যুগ, এবার আসুন নির্ভয়ে সত্যকে খুজে বের করে নিরাশ আর হতাসনের হাত থেকে মুক্তি পেয়ে বিশ্ব শান্তি লাভ করি।



আসুন আমরা নতুন প্রজন্ম সত্যকে মেনে নেই, জয় বাংলা মানে আওয়ামী লীগ নয়, বাংলাদেশ জিন্দাবাদ মানে বি এন পি নয়, আল্লাহু আকবার মানে জামাত নয়। প্রতিটা সত্যকে কে আমরা খুজে নিব অনেক গুলো মিথ্যের মধ্যে থেকে আর সেটা খুজে বের করবে আমার সচেতন বিবেক। আর বিবেকের রায় কে পুজি করে আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই। সত্যই হবে আমার সামনে এগিয়ে যাওয়ার চেতনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.