নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই ধর্ম, সত্যই শান্তি, সত্য আসে যেখানে, আমি আছি সেখানে।

শান্তির বাণী

সর্বদা সত্যের বাণী প্রচার করতে চাই।

শান্তির বাণী › বিস্তারিত পোস্টঃ

কোনটা বেশি ক্ষতিকর রাজাকার না নাস্তিক ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত্, আজকের শিশুদের কে নিয়েই আমাদের কে ভাবতে হবে, তারা যেন একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠতে পারে। সেই পরিবেশ গড়ার দায়িত্ব আমার আর আপনার। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে এমন একটি প্লাটর্ফম তৈরী করতে হবে যেটির বৃত্তি হবে অত্যন্ত সুরক্ষিত এবং মুজবুত।



স্বাধিনতার ৪১ বছর পরও আমরা সেই রকম একটি প্লাটর্ফম তৈরী করতে পারিনি, কেননা আমাদের প্লাটর্ফমে দুই ধরনের ভাইরাস বিস্তার করছে। একটি নাস্তিক আর অপরটি রাজাকার। এই দুই ধরনের ভাইরাসের মধ্যে কোন ভাইরাসটি আমার সন্তানের জন্য বেশি ক্ষতিকর ?



প্রথম : রাজাকার, দ্বিতীয় : নাস্তিক। যদি আমরা একটি অপরটির সাথে তুলনা করি তাহলে দেখতে পাই যে, আজ থেকে ১০ বছর, ১৫ বছর বা ২০ বছর পর কোন রাজাকার কে জীবত খুজে পাওয়া যায় কি না সন্দেহ আছে। তার মানে আমাদের দেশে রাজাকার হচ্ছে শেষের পথে আর নাস্তিকতা হচ্ছে শুরুর পথে আর এখনি যদি আমরা নাস্তিকতার বিরুদ্ধে রুখে না দাড়াই, তাহলে হয়ত আমার সন্তানও পথভ্রষ্ট হয়ে অন্দকার পথে নিমজ্জিত হবে।



রাজাকার আমার সন্তানের জন্য যতটুকু ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর নাস্তিক কেননা নাস্তিকতা অনলাইনের সুবাধে চলে যাচ্ছে বিশ্বের আনাকে কানাচে। চলে আসছে আমার ছোট্ট ঘরের মধ্যেও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.