![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ সৃষ্টি করেছেন পৃথীবি আর আমরা সৃষ্টি করেছি দেশ । পৃথীবিতে যত বিভক্তি তা সৃষ্টি করেছি আমরা। যত বৈষম্য তা সৃষ্টি করেছি আমরাই। কালো এবং সাদার পার্থক্য আমরাই তৈরী করেছি, প্রকৃতি প্রকৃতিরমতই আছে আমরাই আমাদের জীবনকে জটিল করি আবার আমরা সহজ করি। আর এর জন্য আমরা দায়ী। চারিদিকে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা, সব কিছুর মূলে রয়েছি আমরা।
অভাবের তাড়নায় নিরন্ন মানুষগুলি গ্রাম ছেড়ে শহর মুখি হয় এক মুঠো ভাতের জন্য্, দুটো টাকার জন্য পেটের দায়ে তারা উচুতলাম মানুষের গোলাম বাদির কাজে নিযুক্ত হন। দিন রাত কাজ করেও তাদের সন্তুষ্টির পরিবর্তে পেতে হয় ধিক্কার, গরীব শুধু চোখের পানি ফেলার জন্য যুগে যুগে জন্মনেননি। এ যুগে অনাহার দুঃখি অনাহার ক্লিষ্ট দুঃখি মানুষগুলোকে জাগিয়ে তুলতে হবে।
আমাদের মাঝে মায়া মমতা বোধ বলতে কিছু নেই, থাকলে কেউ কাউকে ঠকাতাম না, কারো ক্ষতি কেউ করতাম না। কারো দুঃখে কেউ হাসতাম না কেউ লেপ, তোষকে, দালান কোঠায় ঘুমায় আবার কেউ রাস্তাঘাটে বিনা বিছানায় ইটের উপড় মাথা রেখে ঘুমায়। কেউ পোলাও কোর্মা ভাল খানা খেয়ে জীবন ধারন করে আবার কেউ ফেলে দেওয়া খাবারের আশায় থালা নিয়ে দ্বারে দ্বারে ঘুরে দুল ছাই খেয়ে তাড়িত হচ্ছে।
বিধির একি বিধান, আমাদের মানুষ প্রাণ কেন হবে এত নিরেট পাষান।
আল্লাহ আমাদের এমন একটা পৃথীবি দিয়েছেন। যেটা গোল। আর গোল বানিয়ে পৃথীবিকে একটি একক হিসেবে বানিয়েছেন যেন কোন সীমারেখা না থাকে। এই পৃথীবির জন্য তিনি যা পাঠিয়েছেন তা সকল মানুষের জন্য। যে সংবিধান পাঠিয়েছেন তা সারাবিশ্বের জন্য। যে নেতা পাঠিয়েছেন তা সারা বিশ্বের জন্য প্রযোজ্য। যে মুদ্রা পাঠিয়েছেন (খাদ্য দ্রব্য) তার চাহিদা সারা বিশ্বে একই। আর বিভক্তি করেছি শুধু আমরা। নিজেদের স্বার্থে। কেউ ক্ষমতার স্বার্থে।কেউ লোভের জন্য। কেউ ভোগের জন্য।
আসুন আমরা সম্মিলিতভাবে পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তুলি।
ফেইসবুক ফ্যান পেইজ
২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় দেশবাসী ও বন্ধুগন
জাতীয় এক্যর আহবানে দলমত নির্বিশেষে সব এক মঞ্চে আসা চাই ।।
**************
অলি আউলিয়ার দেশ বাংলাদেশ ।
কবি সাধকের দেশ বাংলাদেশ
বিজয়ী বীর যুদ্ধাদের দেশ বাংলাদেশ ।
কৃষক শ্রমিকের দেশ বাংলাদেশ
ভুখা নাঙ্গা হত দরিদ্রের দেশ বাংলাদেশ
প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ
নদী মাতৃক দেশ বাংলাদেশ
সবুজ ফসলের দেশ বাংলাদেশ
***************
শতকরা ৯৭ জন মুসলমানের দেশ বাংলাদেশ ।।
৭১ রে ৩০ লক্ষ শহীদের দেশ বাংলাদেশ
২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর দেশ বাংলাদেশ
শতকরা ৬০ ভাগ শিক্ষিত জাতীর দেশ বাংলাদেশ
**********
তবে আজও অরক্ষিত স্বাধীনতার প্রশ্ন থেকে যায় ?
দিন দুপুরে ঘুম হয় নেতার তেজস্বী জলন্ত দেহ
শ্রমিকেদের ঝলসে যায় জীবন্ত শরীর
পথিক চাপা পড়ে গাড়ির পিষ্টে
রাজপথ হয় রঙিন ।
নারির সম্ভম খুবলে নেয় রাস্তার শকুন
শিক্ষার্থীদের মেধা বিক্রি হয়ে যায় ঘৃণ্য শাপদের কুচক্রে
গরিব অসহায় মানুষের খাবার লুটে নেয় দুর্নীতি বাজ
সামান্য সম্পদ তেল গ্যাস এমনকি নদী , বিল , সুন্দরবন
বিক্রি হয়ে যায় দুষ্কৃতির করাল গ্রাসে
আর সাধারন মানুষ আতঙ্কে হয় দিশেহারা
কবে জানি পৈত্রিক জান হয়ে যায় কোরবান ।।
হে নষ্ট বিবেকের অনিষ্ট কাণ্ডারি
আর কত ক্ষমতার দাপটে
প্রিয় মাতৃভূমির বুক হবে ক্ষত বিক্ষত ।।
এবার ধংশ নামবে আবার আসন্ন ৭১ , যারা আমাদের দিয়েছিল ছায়া প্রতিবেশির মূল্যায়নে
সেই ভারত আজ অবিকল সাজল শোষক স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদি ব্রিটিশ ।।
হে বাঙ্গালী এক হও
বাচার মত বাচতে শিখ
আমরা আমাদের স্বাধীনতাকে আর অদের নিকট বিকিয়ে দিতে চাইনা ।।
আমরা মিথ্যার ধুয়া তুলে ধর্ম কে অনিষ্ট নোংরা রাজনীতির কবলে
নিজেদের বিভাদ চাইনা , নিজেদের মধ্য সহিংসতা চাইনা
বরজুয়া ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদি দালালরা ধর্মের মিথ্যা ধুয়া তুলে সমাজে ভাঙন সৃষ্টি করে ,মুসলিম শক্তিকে দিদাবিভক্ত করে , এরাই ইরাক , আফগান বানায়
হে বাঙালি সাবধান , দাও দাও করে জ্বললে নির্বাণ করা হবে অনেক কঠিন
এখনই দেশ গড়া ও ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার্থে জাতীয় এক্যর ডাক এখন বড়ই প্রয়োজন ।।
প্রচারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাসদ
Like ·
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: শান্তির বারতায় এস সবাই
এক হয়ে দেশটা সাজাই
গরীব দুখি অসহায় যত
তারাও তো মানুস আমাদের মত
এস তাদের সাথে ভাগ দিয়ে খাই
হিংসা ভেদাভেদ ভুলে
এস মিলে মিশে সকলে
শান্তির এক নিশান ওড়াই