| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্না তুমি আমার তোমাকে চাড়া সেলিম বাচতে পারে না তোমার জন্য সব হারিয়ে আজ আমি প্যারিসের রাস্তায় পড়ে আছি তবুও মনে কোন কষ্ট নাই স্বপ্না আছে বলেই আমি বেচে আছি আমি জানি তোমিও হত ভাগাকে অনেক ভাল বাস আর জানি বলে তোমার অনেক ভূল আমি কম্মা করে দেই আরে পাগলি ভাল বাসার মধ্যে রাগ মান অভিমান থাকবে এই পৃথিবীতে আর কেউ না বুজলে তুমিত আমাকে বোজ আর কেউ ভাল না বাসলে তুমিত আমাকে ভাল বাস আজ আমাদের সংসারে ছেলে মেয়েরা অনেক বড় হয়ে গেছে ওরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তবুও তোমার পতি একটুকু ভাল বাসা আমার কমেনি তুমি অনেক সময় আমাকে ভুল বুজ মনে কর আমার ভাল বাসা তোমার পতি কমে গেছে বিশ্বাস কর তোমাকে একটি বার ভূলতে পারি না তোমাকে ভাল বেসে ইউকে থেকো চলে আসি আর কি পরিস্কায় তোমাকে দিব আর যে কয়টি দিন বেচে থাকব তোমাকে সাথে নিয়ে প্যারিসে কাটিয়ে দিব তোমি আমার স্বপ্না সাত রাজার ধন তুমি আমার প্রানের সঞালন আসলেই তোমার জন্ম আমার জন্য পৃথিবীতে এক দিন থাকব না তুমি যদি বেচে থাক যখন আমার কথা মনে পড়বে তখন আকাশের দিকে তাকালে আমাকে দেখতে পাবে আমি তারা হয়ে ঝিল মিল করছি ভাল থাক দোয়া করি
২|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
ভালো
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:২২
সেলিম মিয়া সেলু বলেছেন: স্বপ্না তুমি আমার প্রান