নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

মিজানুর রহমান মিলন

জয় হোক মানবতার ও মুক্তিকামী মানষের যারা নব্য উপনিবেশবাদের বলির পাঠা হতে চায় না ।

মিজানুর রহমান মিলন › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ায় হামলা থেকে ওবামার পিছু হটার নেপথ্যে ও ইসলামের ধ্বজাধারীদের বোমাবাজি!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৪

একেই বলে ঠেলার নাম বাবাজী ! ইরান ও রাশিয়ার কঠোর অবস্থানের কারনে অবশেষে পিছু হটলেন ওবামা ! এই গ্লোবাল ভিলেজে বন্ধু ছাড়া অচল । সিরিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ঠেকালো ইরান ও রাশিয়া । ওবামা যদি বোকার হদ্দ হতেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুকি নিতেন সিরিয়া আক্রমন করে ।বিশ্বযুদ্ধ না হলেও বড়সড় এক আঞ্চলিক যুদ্ধ যে হত এতে কোনো সন্দেহ নেই । এতে আমেরিকার লাভ হিসাবের খাতায় মেলে না ।কারন সীমিত হামলায় আসাদের পতন হলে আমেরিকার লাভ হত ১০০%, কিন্তু সেই যুদ্ধ চারদিকে ছড়িয়ে পড়লে আমেরিকার লাভ পিপঁড়েয় খেত এবং সেখান থেকেই শুরু হত আমেরিকার সাম্রাজ্যবাদের পতন ! ওবামা সেটা বুঝতে পেরেছেন রাশিয়া ও ইরানের প্রতিক্রিয়া দেখে । তাইতো লেজ গুটিয়ে নিলেন, কিন্তু আপাতত লেজ গুটালেও সুযোগের অপেক্ষায় আছেন এখনো , বিড়াল যেমন ইদুর ধরার জন্য ওত পেতে থাকে !



যতই ওত পেতে থাকুন সিরিয়া বিষয়ে রাশিয়া ও ইরানের অবস্থানের পরিবর্তন করার সম্ভবনা নেই বললেই চলে । তবে এরকম ওয়ার রেটরিক থেকে আমেরিকা ও ইসরায়েলের লাভ যে হয়নি তা নয় । কিছুটা হলেও লাভের খাতায় তা তুলেছেন । সেটা মিসরের পরিস্থিতি থেকেই আন্দাজ করা যায়।



বার্তা সংস্থা এপি জানিয়েছে- সিরিয়ার বিদ্রোহীদের কাছে রাসায়নিক বোমা তেলআবিবের মাধ্যমে সরবরাহ করেছে সৌদি আরব। তারাই সিরিয় সরকারের ওপর দোষ চাপাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। আর আজ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে-প্রতিবেদনে “যেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেছেন সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে কি-না, কীভাবে ব্যবহার করা হয়েছে বা কারা ব্যবহার করেছে তার কিছুই গৃহিত নমুনা থেকে প্রমাণিত হয়নি। তবে এটি প্রমাণিত হয়েছে যে, সেখানে যারা মারা গেছে তাদের মৃত্যু হয়েছে ‘প্রচলিত অস্ত্র দিয়ে অবৈধ হামলার’ মাধ্যমে।”

জাতিসংঘের একটি সংস্থা বলেছে, বিদ্রোহীরা সিরিয়ায় মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে।



এদিক দিয়ে বলতেই হয় বিশেষ করে মুসলমানরা কত বড় নির্বোধ ! কারণ মুসলমানরা আছে তাদের ধর্মের Fraction নিয়ে - কে সঠিক আর কে কাফের সেই অনুসারে সাপোর্ট কর । কোনো ন্যায়, অন্যায় ও পরিস্থিতি দেখার প্রয়োজন নেই । যদি কাফের হয় মনে হয় তাহলে মার বোমা সেটা আত্মঘাতি হলেও । এমনকি মসজিদ, মাদ্রাসা, মাঠে বাজারে, সিনেমা হলেও যেখানে লোক মানে কাফেরদের ভীড় । সেখানে জেহাদ ঘোষনা কর আর বোমা ফাটাও !



অন্যদিকে পশ্চিমা আছে তাদের কুটনীতি নিয়ে. তাদের জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও ক্ষমতা নিয়ে আর সেই কুটনীতি বোঝার ক্ষমতা মুসলমানদের নেই ।ধরুন, সিরিয়াতে যে কোনো এক পক্ষ রাসায়নিক হামলা করেছে । মারা গেছে ৩০০/৫০০/১০০০ ? কিন্তু আমেরিকার আক্রমনে সেখানে কত লোক মারা যেতে পারে সে হিসাব কেউ করে না কেন ? সিরিয়ার এই ভুয়া রাসায়নিক হামলার খবর প্রচার করে আসলে মিসরের সাম্প্রতিক গণহত্যাকেই ধামা চাপা দেওয়া হয়েছে । সিরিয়ার এই ঘটনার কারণে মিডিয়া ও মানুষের মন থেকে মিসরের লোম হর্ষক দৃশ্য কর্পুরের মত উবে গেছে । আমেরিকা ও ইসরায়েলের লাভ হলো কি ? লাভ- মিসরের তাদের অপকর্ম নিয়ে তাদের আর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না । এটা কম পাওয়া নয় আর ঐদিকে ইরান, রাশিয়া, সিরিয়া ও হিজবুল্লাহ শক্তিকে প্রচন্ড চাপে রাখা গেল । তাদের সবার দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা হলো ! সময় ও সুযোগ মত সিরিয়াকে আক্রমন করার অপশনটা ঠিক করে রাখা হলো । শুধু দরকার আর একটা এরকম ভুয়া নিউজ । সেটাও কাজে না দিলে পরে আর একটা ।



যাইহোক, সিরিয়ার প্রতিবেশী আরবরা খাল কেটে কুমির ডেকে আনতে চেয়েছিল । সেই কুমির সিরিয়াতে আসলেও যে সিরিয়াতে শান্তি কায়েম করবে তাও নয়। মার্কিনিদের সহযোগিতায় আসাদের পতনের পর সিরিয়া যা হত বা হবে তা হলো- সিরিয়া হবে আল কায়েদার প্রজনন ক্ষেত্র । সেখানে লড়াই বাধবে শিয়া,সুন্নি, খ্রিস্টান, আলাভি, আমেরিকা, ইসরায়েল, তুরস্ক ও কুর্দিস্থানের পিকেকের মধ্যে । কুর্দিরা চাইবে স্বাধীনতা । তুরস্ক কুর্দি সন্ত্রাসী দমনের নামে বিমান হামলা চালাবে সিরিয়ায় । আমেরিকা ও ইসরায়েল আল কায়েদা দমনের নামে ড্রোন হামলা চালাবে সিরিয়ায় যেমনটা চালাচ্ছে পাকিস্থানে ।সিরিয়ার শিয়া ও আলাভিরা চরমপন্থী সুন্নি ও আল কায়েদার জবাই হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গঠন করবে নতুন মিলিশিয়া ! ওদিকে সৌদি সিরিয়ায় পাঠাবে তার শিরোচ্ছেদ দন্ড প্রাপ্ত আসামীদের শিয়া নিধনে লঘু দন্ডের বিনিময়ে ! বর্তমানে সৌদি তাই করতেছে ।



এতো বললাম-আরবদের কথা । আমাদের মত নন আরব দেশগুলিতে কি হবে ? সারা বিশ্বের মুসলমানরা দিনে একশত বার আমেরিকার পতন চাইবে ! এদের মধ্যে অনেকেই দুটো গ্রেনেডে ও একটা বন্দুক নিয়ে ছুটবে সিরিয়ার দিকে -জেহাদের ময়দানে ! মাঝপথে আমেরিকা তাদের শিকোয় ঢুকাবে অথবা যে আরবদের জন্য ছুটছে সেই কোনো এক আরব তাদের আমেরিকার হাতে তুলে দিবে -পরিণামে স্থান হবে গুয়ান্তামো বে কারাগারে যাকে বলা হয় পৃথিবীর দোজো্গ ! আর যারা যেতে পারবে না তারা কি করবে ? ভাই তো শহীদ হয়ে বেহেস্তে গেছেন ! আমাকেও যেতে হবে । কিন্তু ভিসা নেই বা পাওয়া যাচ্ছে না । তাহলে উপায় ? উপায় আছে- দেশের মানুষ মার । বোমা ফাটাও সিনেমা হলে, শিয়াদের মসজিদে বোমা হামলা চালাও । বাজারে যেখানে পাও সেখানে বোমা ফাটাও । স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বোমা ফাটাও । একযোগে ৬৪ টা জেলায় বোমা ফাটাও ! মরলে শহীদ বাঁচলে গাজী ! কারণ মুসলমানরা মনে করে মুসলমানদের জন্য এই প্রথিবী নয় । তাদের জন্য শুধু পরকাল । এই পৃথিবীটা শুধু ইহুদী, খ্রিস্টানদের জন্য । তাই ইহুদী, খ্রিস্টানদের জন্য এই সুন্দর পৃথিবীকে রেখে এরা সবাই ছুটছে পরকালের পানে !



কেন আরব বসন্ত হল, কেন আরবে গণতান্ত্রিক চেতনার বাস্তবায়ন হল না, কেন সিরিয়ায় গ্রহযুদ্ধ হচ্ছে, কেন সিরিয়ায় যুক্তরাস্ট্র ও ইসরায়েল হামলা করতে চাচ্ছে , কেন নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি এক বছরও ক্ষমতায় থাকতে পারল না , আল কায়েদা কে ? কিভাবে তাদের সুষ্টি হল? তারা কাদের পক্ষে কাজ করতেছে ? আল কায়েদার তথাকথিত খেলাফত আদৌ কায়েম সম্ভব কিনা ? আসলে মুসলিমদের মধ্যে যতদিন জ্ঞানের বিকাশ না ঘটবে ততদিন তারা এসবের কিছুই বুঝতে পারবে না ।ততদিন পশ্চিমারা মুসলমানদের সাথে ইদুর বিড়াল খেলতেই থাকবে আর মুসলমানরা সেই খেলায় বোমা হামলা ও আত্মঘাতি বোমা হামলা করে বেহেস্তের পানে ছুটবে !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

নিয়ামুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

মিজানুর রহমান মিলন বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

হিরক রাজা বলেছেন: বেচারা ওবামা নিজের মানসম্মানও খোয়ালো তার সেবাদাসদের বিপদের মুখে ঠেলে দিল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

মিজানুর রহমান মিলন বলেছেন: হুম । সেবাদাসদের বিপদের মুখে ঠেলে দেয়নি বরং সেবাদাসরাই বিপদ ডেকে আনে ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

হিরক রাজা বলেছেন:

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

মিজানুর রহমান মিলন বলেছেন: হা হা হা জটিলস !!!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সেফানুয়েল বলেছেন: খারাও আইতাছে।।।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৪

মিজানুর রহমান মিলন বলেছেন: কেডা আইতাছে ?

৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

জেনো বলেছেন: কোথায় আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.