নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

মিজানুর রহমান মিলন

জয় হোক মানবতার ও মুক্তিকামী মানষের যারা নব্য উপনিবেশবাদের বলির পাঠা হতে চায় না ।

মিজানুর রহমান মিলন › বিস্তারিত পোস্টঃ

একক পরাশক্তি হিসাবে চীনের উত্থান ও বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ!

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯

ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে অথচ তৎকালীন ব্রিটিশ পররাস্ট্রমন্ত্রী বেলফোরের ঘোষণার কারণেই ১৯৪৮ সালে ইসরায়েল রাস্ট্র প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিনকে স্বীকৃতি আপাতত ব্রিটেন দিল, এরপর আরো কিছু ইউরোপিয় দেশ দিবে, তারপর সর্বশেষ যুক্তরাস্ট্রও দিবে! বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হতে যাচ্ছে। বিশ্ব একক পরাশক্তি হিসাবে যুক্তরাস্ট্রের পতন সময়ের ব্যাপার মাত্র ! অর্থনীতিতে এই তো যুক্তরাস্ট্রকে ছাড়িয়ে চীন এখন শীর্ষে ! অন্যদিকে ইরানের পরমানু কর্মসুচি নিয়ে পশ্চিমাদের সাথে ইরানের বিরোধের অচবলাস্থা এখনো কাটেনি মূলত ইহুদি লবির প্রভাবের কারণেই কারণ ইহুদি লবি চায় ইরানের সাথে পশ্চিমাদের যুদ্ধ, কিন্তু যুদ্ধে জর্জরিত ও অর্থনীতিতে বিপর্যস্ত পশ্চিমারা আর সে পথে পা বাড়াবে না অন্তত বারাকা ওবামার সময়কালীন তো নয়।তাই অবস্থা এমন যে, দুই পক্ষই আলোচনার নামে সমক্ষেপণ করছে। তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আসছে নভেম্বরের ২৪ তারিখের মধ্যেই আমরা একটা চুক্তিতে পৌছাতে পারব। অন্যদিকে ইতোমধ্যেই পশ্চিমারাও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে স্বীকৃতি দিয়েছে যা ছিল ইরানের অন্যতম প্রধান একটি দাবি।তবে পরমানু নিয়ে অচলাবস্থা হয়তো সহজেই কাটবে না ।

সিরিয়া, ইরাক ও ইরানের পরমানু কর্মসুচিতে পশ্চিমারা ইসরায়েল-সৌদি জোটের কথা তেমন কর্ণপাত করেণনি। কারণ ইসরায়েলের কথা শোনার মত অবস্থা পশ্চিমাদের এখন নেই। তবে পশ্চিমারা আসাদের পতন চাইলেও আসাদের পতনের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি যেমনটি নিয়েছিল আফগানিস্থানের তালেবান, ইরাকের সাদ্দাম ও লিবিয়ার গাদ্দাফি উৎখাতে। তাই পশ্চিমাদের ভুমিকা দিশেহারা করেছে ইসরায়েল-সৌদি অক্ষকে। ইসরায়েল-সৌদি অক্ষ এখন নতুন করে চিন্তা ভাবনা করেছে। পশ্চিমারা ইরানের ব্যাপারে সুর যত নরম করছে উল্টোদিকে সুর চড়া করছে ইসরায়েল-সৌদি অক্ষ। একক পরাশক্তি হিসাবে চীনের উত্থান ইসরায়েল-সৌদি অক্ষকে নতুন করে ভাবাচ্ছে। এই দেশ দুটি একসময় ব্রিটেনকে তাদের প্রধান প্রভু মনে করত, তারপর আমেরিকাকে, তাই নিজের অস্তিত্ব ও ক্ষমতা টিকিয়ে রাখতে চীনকে এখন প্রধান প্রভু মানার সময় এসে গেছে ! কিন্তু এটা ঠিক-পশ্চিমারা ইরানকে যতই তাদের দলে টানুক ইরান কোনোদিক দিয়েই পশ্চিমাদের এখনও বিশ্বাস করতে পারছে না তাই আপাতত ইরান-চায়না-রাশিয়া অক্ষেরও ভাঙ্গার সম্ভবনা নেই।

যাইহোক, ভূ-রাজনৈতিকগতভাবে দ্বন্দ্ব হল-ভারত বনাম চায়না, রাশিয়া বনাম জার্মানি, জাপান বনাম চায়না, ইরান বনাম ইসরায়েল, ইরান বনাম তুর্কি ও ইরান বনাম সৌদি কিন্তু ইহুদি লবি ভূ-রাজনৈতিক শত্রুতাকে ব্যবহার করছে বিশ্ব অর্থনীতিতে নিজেদের প্রভাব অক্ষুণ্ন রাখতে-যুক্তরাস্ট্রের দিন শেষ তাই নতুন পরাশক্তির কাছে জায়গা সুরক্ষিত করতে হবে। তাই ইহুদি লবি আপাতত যুক্তরাস্ট্রকে হাতছাড়া করবে না তবে ইহুদি লবি যুক্তরাস্ট্র পতনের জন্য কাজ করছে।তাই তারা চায় ইরান-মার্কিন যুদ্ধ অথবা মার্কিন-রাশিয়া যুদ্ধ ! এটা বুঝতেই পেরেই ওবামা ইউক্রেন ইস্যুতে যথেষ্ঠ ধৈর্যের পরিচয় দিয়েছেন ও ইরানের পরমানু কর্মসুচিতে ধীর চলো নীতি অনুসরণ করছেন অন্যদিকে রাশিয়ার পুতিনও সেই সুযোগে ক্রিমিয়া দখল করে তার ষোলকলা পুর্ণ করেছে । তাই ইহুদি লবির সবচেয়ে বড় ব্যর্থতা ছিল ওবামার পুন:নির্বাচিত হওয়া ! কারণ ওবামার কারণেই ইহুদি লবি তাদের প্লান বাস্তবায়িত করতে পারে নাই। ওবামার কার্যক্রমে মোটেই সন্তুষ্টু নয় ইহুদি লবি। ইহুদিপন্থী কয়েকজন সাবেক জেনারেল ইতোমধ্যেই প্রকাশ্যে ওবামার বিরুদ্ধে সামরিক ক্যু করার হুমকি দিয়েছেন ! ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকালে ইতিহাসে প্রথমবারের মত খোলাখুলিভাবেই রিপাবলিক্যান প্রার্থী মিট রমনিকে সমর্থন করেছিলেন। উদ্দেশ্য ছিল পূর্বসুরী জর্জ বুশের মত মিট রমনিকে ব্যবহার করে যুক্তরাস্ট্রকে ইসরায়েলের স্বার্থে নতুন নতুন যুদ্ধে জড়ানো । ইহুদি লবির অন্যতম একটি টার্গেট ছিল ইরান-মার্কিন যুদ্ধ লাগিয়ে দেওয়া। ইহুদি ও্ সৌদি লবি আরো চায় যুক্তরাস্ট্র সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক ! যুক্তরাস্ট্র জড়িয়ে পড়ুক সিরিয়ার সাথে যুদ্ধে, এতে ইরান ও রাশিয়াও যুক্ত হবে আর অন্যদিকে আইএসআই্লকেও ইসরায়েলে ও সৌদি লেলিয়ে দিবে যুক্তরাস্ট্রের বিরুদ্ধে ! এরফলে মার্কিনদের পতন নিশ্চিত হবে আর একক পরাশক্তি হিসাবে উঠে আসবে চীন ! এর বিনিময়ে ইহুদি লবি সাংহাই ব্যাংকিং দখল করবে। তাই ইতোমধ্যেই মার্কিন থিংক ট্যাংকের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে যা অভুতপুর্ব !এক মার্কিন থিং ট্যাংক বলেছেন, ইসরায়েলেই যুক্তরাস্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন খোলাখুলিভাবেই বলেছেন, “মার্কিন মিত্র বিশেষ করে সৌদি আরব, ইসরায়েলে, তুর্কি, কাতার, আরব আমিরাত মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিস্তারের জন্য দায়ী।” তাই বলা যায় আইএসআইএল অচিরেই নির্মূল হচ্ছে না । আইএসআইএল নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা আরো কয়েক বছর চলবে। আইএসআইএল নিয়ে জটিল গেম চলছে, একদিকে সৌদি, ইসরায়েল, তুর্কি ও কাতার আইএসআইএলকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিচ্ছে এবং অন্যদিকে যুক্তরাস্ট্রের সাথে আইএসআইএল বিরোধী জোটে যোগ দিয়েছে ! মুখোশ পরে বন্ধু সেজে এই ডাবল গেম চলতেই থাকবে যতক্ষণ না চীন বিশ্বে একক পরাশক্তি হিসাবে উঠে আসে যুক্তরাস্ট্রের পতন হয়। এরপরেই সবাই মুখোশ খুলে নিজ নিজ চেহারা বিশ্ববাসীকে জানান দিবে !

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫

নিয়ামুল ইসলাম বলেছেন: ওই শয়তানের সাথে বাকি সব সাগরেদদের পতন যেনো আল্লাহ্‌ এই জীবদ্দশায় দেখায়। আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.