![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাদা শাদা অযুত পৃষ্ঠা ভ'রে তুলবো
বলে, লতা'দি দিলেন- মিশকালো
কালির দোয়াত
পাতাদি দিলেন- রাতভোর ফুলশয্যার
সুরভিত মৌতাত...
এ যেনো খোলা আটচালা ঘরে
ঝলসানো প্যাপিরাসের ছাই, উড়তে
উড়তে যারপরনাই ছড়িয়ে পড়েছিল
নি:শব্দে বিশ্বের পথে প্রান্তরে
ক্রমান্বয়ে রাত ফুরিয়েছিল,
যেইরূপে
আজও যায়যেমন
হায়! তেমনতরো রাতসমূহ আর
আসে নাই পৃৃথিবীতে, আসে না,
আসিতেছে না!
©somewhere in net ltd.