![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
প্রভু গো; আমাতে তোমার মুজিযা দেখাও,
আশ্চর্য ম্যাজিক শেখাও। সূর্যের মতোন
জ্বালাও আলো, সেই পথে চলি।
২.
ফিরে গিয়ে পূণরায় ফিরে এলো আততায়ী রাত
থৈথৈ নোনাজলে পুষে রাখি নির্ঘুমতার মৌতাত ।
৩.
জাদুময় তোর চোখে-মুখে অফুরান,
এই যে আমার এই জীবনের গান!
৪.
হায়!
বনের পাখির দিকে উড়ে গেলো মনের পাখি!
হাওয়ার পাখি উড়িল হাওয়ায়, হাওয়ায়...
৫.
টের পাই; কেঁপে কেঁপে উঠছে মন
বাউলা হাওয়ায়, প্রদীপের সলতে যেমন!
৬.
চেনা হাসি ছুটছে হাওয়ার আগে;
পিছে পিছে কান্না আমার,
জলজ ছোঁয়া লাগে।
©somewhere in net ltd.