![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১
বুথ দখলে ধাপ্পা মারো,
আপন মনে ছাপ্পা মারো
০২
জাল ভোটের চেষ্টা করি,
জিতলে পরে দেশটা গড়ি !
০৩
অভিনন্দন-শুভেচ্ছা-সশ্রদ্ধ সেলাম,
ভোটের আগেই কতকিছু যে পেলাম!
০৪
ভোটের আলাই ভোটের বালাই
ভোটেরই নাম ইলেকশন,
ভোটের নামে ভোটারবিহীন
চলতে আছে সিলেকশন!
বছর বছর বাড়ছে ভোটার
বাড়ছে আরো চাকু'র শান,
ব্যালট চুরি-জারিজুরি
শুনবো আবার একই গান!
ভোটটা দিলে সবই হবে
পানীয়জল-রাস্তাঘাট,
ঘরেবাইরে মডেল সিটি
শোবার ঘরে সোফাতে খাট
ভোট ফুরোলে প্রার্থী উধাও
নাই রে কোথাও নাই রে,
অনেক আশার মিষ্টি ভাষার
ভোটেরই গান গাই রে!
০৫
ভোটের রাশি,
শুনেই আমার-
পাচ্ছে হাসি!
জ্যোতিষ বললো, থাম;
রাশি গণনা, তা মানো না?
না জানলে যা জানোনা
আজকে লেখো-
রেজাল্ট দেখো-
ছুটবে হাসি ধুমধাম,
তিন ভার্সেস জিরো'র নাম!
০৬
আমি যদি মেয়র হই,
সুপার ডুপার উন্নয়নে
ভাসবে সিটি তা থৈথৈ
মার্কা আমার মার্কাতো নয়
খায়তে মজার টক বরই,
সিলটা হাতে পটপটাপট
পূর্ণ করুন ব্যালট বই।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৮
মিলন মাযহার বলেছেন: ভালো লাগলো ছড়াটি। অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল জালিয়াতি!
এত এত মিডিয়া
খুঁজে আতিপাতি
পায়নাতো খুজিয়া!
দলকানা জীবীরা
শেয়ালের হুয়া হুয়া
রব তোলে কুচ নেহী হুয়া
হাম লোক জিত গায়া!!
৫এ ছিল প্রহসন-
২৮ এ জনগণ
দেখেনিল আসলে কি
ভোটের ভাতের নেত্রী
কেড়ে নিল ভোটাধিকার
একবার নয় বারবার।।
শপথ দেশ ও স্বাধীনতার
এবার চাই বদলাবার
অনির্ভাচিত স্বৈরাচার
মর গিয়ে দূরে ভাগার।।