নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন মাযহার

কী যে ভিড়! গ্রাম-নগরী-আদম শুমারি এখানে সেখানে আমি আমারি জুতার মধ্যে লুকিয়েছি

মিলন মাযহার › বিস্তারিত পোস্টঃ

রউফ মামা দ্য গ্রেট :) (ভিডিও সহ)

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪

ব্রাজিল থেকে আমদানিকৃত গম পচা নয় বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মন্ত্রী গমরুল ইসলাম। তিনি বলেন, যে কেউ আমাদের গোডাউন থেকে গমের নমুনা নিয়ে পরীক্ষা করাতে পারেন। পরীক্ষার মাধ্যমে এই গমকে পচা প্রমাণ করে কথা বলুন। চ্যালেঞ্জ দেয়া হলো। গমমন্ত্রী আরও বলেন, আমদানি করা গম পচা নয়, এ গম খাওয়ার উপযোগী। যারা এই গমকে পচা বলছে তাদের প্রতি চ্যালেঞ্জ রইল। তারা পারলে যে কোন প্রতিষ্ঠানে পরীক্ষা করে তা পচা প্রমাণিত করুক। যারা এই গমকে পচা বলছে তাদের প্রতি চ্যালেঞ্জ রইল। এরপর পরই কুষ্টিয়ার কুমারখালী খাদ্য গুদামে গুদামজাত করার সময় ব্রাজিল থেকে আমদানিকৃত গমকে খাওয়ার অযোগ্য ও পচা ঘোষণা করে গুদামজাত বন্ধ করে দিয়েছেন কুষ্টিয়া-৪( কুমারখালী-খোকসা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি এই গম প্রতিহত করার ঘোষনাও দেন। গমকে খাওয়ার অযোগ্য ও পচা ঘোষণা করে তিনি বলেন, এই গম অতি নিম্নমানের হওয়ায় তা কুমারখালী খাদ্য গুদামে ঢুকতে দেওয়া হয়নি। গম ফেরত পাঠানো হবে। পরীক্ষা নিরিক্ষা ছাড়া আর যায় হোক অন্তত কুমারখালী খাদ্য গুদামে এই গম ঢুকতে দেওয়া হবে না। এটি খাওয়ার অযোগ্য।

https://youtu.be/Q42-Dw_FSSM

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২

নুর ইসলাম রফিক বলেছেন: রউফ মামা ইজ দ্যা গ্রেট
আমি ও সহমত

২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

মিলন মাযহার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা কোনো কাম হইলো? আসলেই হইল তো? কে এই মহান বান্দা সিংহের মত হৃদয় যার?

৪| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

মিলন মাযহার বলেছেন: হ! আমাগো রউফ মামা

৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪২

নৈশ শিকারী বলেছেন: এইভাবেই আমাদের মতো সাধারণ মানুষের কষ্টে অর্জিত টাকা নিয়ে সুইচ ব্যাংকে উপচে পড়া অর্থের পাহাড় বানায় এইসব মন্ত্রী নামের পিশাচরা।

৬| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪

মিলন মাযহার বলেছেন: আপনার কথা ১০০% সঠিক নৈশ শিকারী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.