![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়তে বাড়তে
দেবদারু হে,
তোমারই মতো
ভেঙে পরবো,
মরবো তবুও
অবিরত, ক্ষত
পায়ে বেড়েই যাবো
মাটি ফুঁড়ে বেরিয়ে
যাবো, হেরেই যাবো
যদি-তবুও তোমারই
সন্ধানে বেরিয়ে যাবো
ভদ্রতা খুলে, এলোমেলো
মিলন পাগল
পাঁচ সিকির ছাগল
দেখাও পাগলামি
যত ওহে ব্যা ব্যা
শুনবো না অামি,
ডাক দাও হে যতো
ডাকিতে ডাকিতে
ক্রমাগতভাবে থাকিবে
ডাকিতে অবিরত
ডাকিতে ডাকিতে
ক্রমাগত, থাকিবে
ডাকিতে অবিরত
মাটি ফুঁড়ে অামি
বেরিয়ে যাবো আরও
আরও, তারও উপরে
নাগালের বাইরে
বাহিরে ততেক...
মনে মনে ধরো,
লাখ লাখ-
হাজার-শতেক
কিলোমিটার
ছাড়িয়া চাঁদে
লাফ মারিতেছি,
চাঁদে ঝাঁপ মারিতেছি
২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩
মিলন মাযহার বলেছেন: পাঠ প্রতিক্রিয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ @রুদ্র জাহেদ
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনাকে সমসাময়িক বিষয়ে লিখতে হবে, হয়তো
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪১
মিলন মাযহার বলেছেন: হয় তো, কিংবা নয়তো? অার একটুআধটু বললে বোধহয় বিষয়াদি ক্লিয়ার হইতো, অামিও উপকৃত হইতাম @চাঁদগাজী
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কবিতা