নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন মাযহার

কী যে ভিড়! গ্রাম-নগরী-আদম শুমারি এখানে সেখানে আমি আমারি জুতার মধ্যে লুকিয়েছি

মিলন মাযহার › বিস্তারিত পোস্টঃ

দেড়ে বৃত্তান্ত

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

এবারই প্রথম সামান্য ই‌ঞ্চি দু‌য়েক দা‌ড়ি রাখছিলাম। সেই দা‌ড়ি নি‌য়া দিনে-রাতে এমনকি স্নিগ্ধকর ভো‌রে পাড়ার মোড়ে, শহরময় চেনাজানাদের ভিড়ে যেখানেই যাওয়া, সেখানেই ভ্রু কোঁচকান তামাশার গান বাজতে থাকে। যা সর্ব‌শেষ, পাড়া‌তো বোন, ভাবী থে‌কে পা‌শের বাসার ভাবীর ক‌ন্ঠ পর্যন্ত পৌ‌ছে একই সু‌রে বাজ‌তে থা‌কে! সর্ব‌শেষ, বন্ধু মাসুদ রা‌ত্রি ১১টায় সেলুন মা‌লিক‌কে ফোন ক‌রে সেলুন খোলা রাখার অনু‌রোধ জানা‌লো। তারপর আর কি? না‌ছোড়বান্ধা ক‌তিপয় বন্ধুর টানা‌হেঁচড়ায় শেষমেশ, বিনাবাক্যব্যয়ে সেলুনের উঁচুতম চেয়ারে স্থির বস‌লেও, বন্ধুরা অ‌স্থির দাঁ‌ড়ি‌য়ে‌ দেখ‌ছিল। কথা বল‌ছিল। ম‌নে ম‌নে বললাম, দে‌ড়ে ব্যাটা‌কে যখন এ দে‌শে, বি‌দে‌শে এককথায়, বিশ্বজু‌ড়ে তে‌ড়ে ধ‌রে জঙ্গি বানা‌চ্ছে, মে‌রে দি‌চ্ছে। সেখানে আমার যে কেবল দে‌ড়েখা‌নি কে‌টে ছেঁটে ছে‌ড়ে দি‌চ্ছে, মন্দ কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার দাঁড়ি নিয়ে পার্লামেন্টেও বিল আসছে শীঘ্রই।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

মিলন মাযহার বলেছেন: থ্যাঙ্কুস, মাননীয় সাংসদ চাঁদগাজী

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

লাবু২২ বলেছেন: আমার তো মনে হয় দাড়ি নয় আপনার গোঁফ টাই যত সমস্যার মূল

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

মিলন মাযহার বলেছেন: দাড়ি-গোঁফ সবই ঝেরে ফেলে দিয়েছি, সমস্যা এখন বঙ্গপসাগরে ;) লাবু২২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.