নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন মাযহার

কী যে ভিড়! গ্রাম-নগরী-আদম শুমারি এখানে সেখানে আমি আমারি জুতার মধ্যে লুকিয়েছি

মিলন মাযহার › বিস্তারিত পোস্টঃ

ফাটাফাটি :O

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

'রওশন অ‌বৈধ, আ‌মিই বৈধ' এরশাদের নেয়া এই সিদ্ধান্ত বদলের আহবান জা‌নি‌য়েছেন রওশন এরশাদ। বৃহস্পতিবার রাতে এ কথা বলেন রওশন । তি‌নি ব‌লেন, এরশা‌দের এ সিদ্ধান্ত আই‌ন প‌রিপন্থী। বেশ দৃঢতার স‌ঙ্গে রওশন ব‌লেন, সোজা আঙু‌লে কাজ না হ‌লে চাপ দি‌য়ে সিদ্ধান্ত পাল্টা‌তে বাধ্য করা হ‌বে। এ ব্যাপা‌রে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে এরশাদ বলেন, তিনি কোনরকম চাপ অনুভব করছেন না। তি‌নি ব‌লেন, জীবনভর সমঝোতা করে এসেছি। সমঝোতা ছাড়া অন্যকিছু তার জানা নেই। এ অবস্থা চলতে থাক, তা আমি চাই না। তিনি বলেন, কখনসখন মনে হয়, মরে গেলেও সিদ্ধান্ত বদলাব না। কিন্ত, পারিনা! ঘুমোতে যাবার আগেই সিদ্ধান্ত বদলে ফেলি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


দুস্টদের জন্য ভালো পার্টি

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

তিক্তভাষী বলেছেন: এ ব্যাপারে আইনমন্ত্রীর মতামত চাওয়া হলে তিনি বলেন- দেশের কোনো আইনে বলা হয়নি রওশন অবৈধ. সংবিধানেও এব্যাপারে কিছু উল্লেখ নেই। সুতরাং রওশনকে অবৈধ বলা আইনসিদ্ধ বা সাংবিধানিকভাবে শুদ্ধ হবে না।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০০

ইনোসেন্ট ইডিয়ট বলেছেন: কলিযুগ :D

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৩

গেম চেঞ্জার বলেছেন: :-/

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

মিলন মাযহার বলেছেন: হুমম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.