![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝুমঝুম বৃষ্টির জন্য আমি অপেক্ষমাণ;
বৃষ্টির জল জোয়ারের ঢল স্রোতে ভেসে
যাবো দূরতম দূরে, উড়ে যাওয়া
পাখির মতো ভেসে যাবো অচিন দেশে...
ঝুমঝুম বৃষ্টির জন্য অপেক্ষমাণ আমি,
ভয়াবহভাবে ভাসাবো বলে একটি জীবন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১
মিলন মাযহার বলেছেন: অনেক ধন্যবাদ, শুভ্র বিকেল
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
অগ্নি কল্লোল বলেছেন: খুব ভাল লাগল বৃষ্টিতে ভিজে।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
মিলন মাযহার বলেছেন: অনেক ভালো থাকুন সবসময়, অগ্নি কল্লোল
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
অগ্নি কল্লোল বলেছেন: দোয়া করবেন।।
পারলে আমার ব্লগে একবার দর্শন দিয়েন।।
খুশি হব।।
আরো লেখা দিয়েন।
অপেক্ষায় রইলাম।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
মিলন মাযহার বলেছেন: সাধ করে অগ্নিগৃহে কে হায় পুড়তে যেতে চায়? হাহাহা..জাস্ট মজা করলাম। যতেক থাকনা অগ্নি কল্লোল কথা দিচ্ছি যাবো, অবশ্যই যাবো। অনেক অনেক শুভকামনা রইলো @অগ্নি কল্লোল
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।