![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাটকা দিবস-আটকা দিবস
দিবস আছে ছাড়নের,
ঢাল তরোয়াল, নদী ও খাল
দিবস নানা কারণের
ধরনা দিবস-ঝরনা দিবস
নেই দিবসের শেষ যে,
অমুক দিবস-তমুক দিবস
কিংবা পরিবেশ যে
চাইলে দিবস পাইলে দিবস
কাটলো কেমন কেশ যে,
এসব ছাড়াও দিবস আছে
দেখতে কেমন মেষ যে
হাউ কি ফানি-তাও কি জানি
রোজ দিবসের রেশ যে,
চোরাই দিবস-ঢোড়াই দিবস
দিবস ভরা দেশ যে
রাত্রি কেনো বাদ যাবে কও,
রাতের কোনো দাম নেই?
ক'দিন বলো যায় সওয়া, আর
এম্নে চোখের সামনেই?
কেবল দিবস মন ভরে না
চাইছি এবার রাতও,
বাড়বে বাজেট, বিনিময়ে
কারো আয়ের খাতও
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
মিলন মাযহার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
মিহির মিহির বলেছেন: পাঠে অনেক অনেক ভালোলাগা রইল।
শুভকামনা জানবেন।