নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন মাযহার

কী যে ভিড়! গ্রাম-নগরী-আদম শুমারি এখানে সেখানে আমি আমারি জুতার মধ্যে লুকিয়েছি

মিলন মাযহার › বিস্তারিত পোস্টঃ

গরমকাল, পাগলা বিদ্যুৎ ও ব্যক্তিগত আশঙ্কা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

শীতকালে ভালোয় থাকে। গরম বাড়লে বিদ্যুৎয়ের মাথাগরম রীতিমতো মাথাচাড়া দিয়ে ওঠে। এইযে বসন্তঋতু এসেছে। শীত কমছে। তো, বিদ্যুৎবাহীর মতো বিদ্যুৎয়ের পাগলামিও বাড়ছে। কয়েকদিন ধরে মাঝেমধ্যে উধাও হচ্ছে। আজকেও সকালবেলা হঠাৎ উধাও। গেলো রাতে প্রায় সাড়ে চার ঘন্টা হাওয়া। গরমের বাড়াবাড়ি মানে বিদ্যুৎয়েরও মাথাগরম চরমে। অনেক আগের গরমকালের কথা মনে পড়ছে। সেই যে হঠাৎ উধাও ফিরবার কোনো খোঁজখবর নেই। মাঝেমাঝে আসতো, থাকতেই চায়তো না। পাগলামি এমন বাড়বাড়ন্ত যে শেষমেশ দুঃসহ পর্যা‌য়ে পৌঁছেছিল। পরিস্থিতি এমন হলো যে, সারাদেশে মানুষজন যারপরনাই ত্যক্তবিরক্ত। বিদ্যুৎয়ের সীমাহীন পাগলামির নিত্য খবর আঞ্চলিক সংবাদপত্র ছাপিয়ে প্রায় নিয়মিত জাতীয় সংবাদপত্র এমনকি বেসরকারি টেলিভিশনগুলোরও প্রায়শই সংবাদ শিরোনাম হচ্ছিল। সারাদেশের মানুষজনের ছিঃ ছিক্কার-নিন্দা-বাদ- প্রতিবাদ শুরু হয়েছিল। এসময় পাগলা বিদ্যুৎ পরিবারের মানসম্মান ধুলোময়লায় লুটিয়ে পড়ে। বিদ্যুৎয়ের সীমাহীন বেলেল্লাগিরিতে পরিবারপরিজনের মতোই খোদ সরকারের সবাই দীর্ঘশ্বাস ফেলেছেন। একপর্যায়ে, পাগলা বিদ্যুৎ নিয়ন্ত্রণে আনতে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছিল। এজন্য কঠোরভাবে নজরদারী, উৎপাদন বৃদ্ধিকরণ, নতুন নতুন প্লান্ট স্থাপন, অর্থ লোপাটের কুইক রেন্টাল, আমদানি, এমনকি সংসদে দায়মুক্তি বিল পাশ করা হয়। এককথায়, যতকিছু করা হয়েছিল দেশবাসী তা আগে কখনওই দেখিনি। এব্যাপারে আর বিস্তারিত না বলি। বিদ্যুৎসহ সরকার পরিবারবর্গের কারোরই শুনতে ভালো লাগবেনা। অতশত শুনবেনও না। এইযে যেমনি সারাদেশের মানুষজন বলছে বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের গর্ব রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি বন্ধ কর। কে শোনে কার কথা! দেশমান্য বহু জ্ঞানী-গুনি ব্যক্তির কন্ঠে কন্ঠ মিলিয়ে গতবার লংমার্চে অধম আমিও শত শতবার আওয়াজ তুলেছিলাম। উল্টো দাঁত কিড়‌মি‌রি। ভা‌লোয় ভা‌লোয় চেপে যাও। নয়তো রেগে গেলে কিলোবে। ঢিলোবে। তারপরও সামলাতে ঝামেলা মনেজাগা মাত্র মামলাতে জরজর। আরো আরো বহুবিধ প্রোগ্রাম তৈরি আছে।

এইযে গরমের আগমন মুহূর্তে বিদ্যুৎয়ের পাগলামি বাড়ছে। যা দেখে অনেক আগেকার কথা মনে পড়ছে। পাগলা বিদ্যুৎ সত্যি কি বদলেছে? নাকি গরমকালে আবারও আগের মতো যখনতখন ঘর পালাবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

বিজন রয় বলেছেন: আস্তে আস্তে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

মিলন মাযহার বলেছেন: আস্তে আস্তে এট্টু খুলিয়া কইঞ্চেন দেহি, @বিজন রয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.