![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খ্যাঁক এক্কে খ্যাঁক,
মানুষরূপী হায়না আছে
দ্যাখ্, তাকিয়ে দ্যাখ
ধুলো দু'গুণে দই,
অন্যায়েরই জয়জয়োকার
ঘাপটি মেরে রই
তিল এক্কে তিল,
চলতি পথে নির্ভয়ে রয়
লুঠতরাজি চিল
ষাঁড় দু' গুণো ভাঁড়,
সরকারি দল-জঙ্গি-পুলিশ
ধরলো চেপে ঘাড়
পাশ দু'গুণে পাশ,
বৃথায় কেনো পড়ছো ভায়া?
প্রশ্ন হবেই ফাঁশ
ছল তিরিক্কি ছল,
ছাপ্পা মেরে বাক্স ভরে
জিতেই গেছি বল্
শাল দু'গুণে টাল,
দাবি দাওয়া তুললে হাওয়া
ভাইঙ্গে দেবো গাল
হাত দু'গুণে হাত,
কাজের বেলায় থাকবো দূরে
তৈরি অজুহাত
নল এক্কে নল,
একমাত্র তুমি সত্য
আর সকলি ছল
দল দু'গুণে দশ,
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
গডফাদারের যশ!
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮
মিলন মাযহার বলেছেন: মুহাহাহা! আপনিও কমে যাননি ডা: শরীফুল ইসলাম
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
ডা: শরীফুল ইসলাম বলেছেন: ওরে বাবা! আপনি পারেন ও........