নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিলন মাযহার

কী যে ভিড়! গ্রাম-নগরী-আদম শুমারি এখানে সেখানে আমি আমারি জুতার মধ্যে লুকিয়েছি

মিলন মাযহার › বিস্তারিত পোস্টঃ

জানাজানি

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

খুব গোপনে গোপনে আমার
নারকোলি হৃদয় কুঁড়তে আছি নিজে
নিজে ! ঝিম-সিম পুড়তে আছি কী যে
গ্রানাইট কাঠ কয়লা, পুড়তে আছি
হ্যাচাক বাতি সলতে প্রতিম!

প্রায়শ: আমাকে পোড়ায় যে একজনা
সে তবে আজ কেমন আছে, সেই অহনা?
আমার বুকে দুখ্ ডাহুকে ঠোকর দিলে
তাঁর বুকের ওই বরফি কাটা ফোকর গলে
গান গেয়ে যায় তৃপ্ত প্রাণে সুখ ডাহুকে?
ঘুলঘুলিতে হলুদ বা নীল আলোক জ্বলে?

হয়তো তারও অন্যরকম স্বচ্ছ জলে
সকাল দুপুর সন্ধা রাতের প্রহর চলে।
স্মৃতির ভেলা মাথার ভেতর; বুকের ভেতর
ঘোর অন্ধকার; বসত বাড়ি যায় কি টলে?
এখনো কি দু’চোখে তার কাজল জড়ায়?
কারও জন্য পুষ্ট সেতার নিতম্ব নড়ায়?
ঢেউ কি ওঠে আগের মতোন ড্রামের তালে
বিড়াল পায়ে হাঁটার কালে? কারও জন্য
বুকের বাটি রস রসনা আগলে রাখে?
কারও জন্য হাত ও পায়ে আলতা মাখে?
ছোট্র বুকে মেহেদি পাতার রক্ত রঙে
অনেক বড় স্বপ্নে আঁকে? কারও জন্য
এখনো কি সকাল দুপুর নুপুর পায়ে
রিনিক ঝিনিক? কিংবা কোন অদৃশ্য
বেড়া, ব্যথার পিনিক? কারও জন্য
নিঘুম জাগর ডাগর চোখে শ্যাওলা
জমে? কারও জন্য ভয় বা ভীতি? কিংবা
প্রীতি অন্যরকম বাড়ে কমে থার্মোমিটার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.