![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁওতাল পাড়া জ্বলে পুড়ে ছারখার, আর বুলেটে-আগুনে হৃদপিন্ডের বিষে একের পর এক কালো কালো গুবরেপোকাগুলো মরছে...তারপরও নিহতের সংখ্যা যেন ব্যাপকহারে বেড়ে না যায়, তাইতো অনেকের লাশও মিলছে না। কেবলই স্বজনের বুক খালি হচ্ছে। একইসঙ্গে,
সারাদেশব্যপী মন্দির পুড়ছে, আরাধনার নমস্য প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ ভাংচুরে গুড়িয়ে যাচ্ছে! তারপরও, রাষ্ট্র, মন্ত্রী, মন্ত্রিণী, সচিব দেখতে পাচ্ছেন না! সন্দেহ, আর ধন্ধ! এরাও বুঝি ছানিগ্রস্ত আমারই মতো অন্ধ!
ধিক, ঘেন্না... নাহলে, সাংবাদিক সন্মেলনে রাষ্ট্র মন্ত্রী ক্যামনে পশুমন্ত্রীর মতন আঙ্গুল উঁচিয়ে জোরগলায় দাবি করেন, তেমন কিছু ঘটেনি, সব স্বাভাবিক। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো, অবশ্যই ভালো।
ভালোয় তো, আসুন, রাষ্ট্রমন্ত্রীর মতো, পশুমন্ত্রীর মতো আমরাও চোখ খুলে ঘুমিয়ে থাকি।
*(চোখ খুলে ঘুমিয়ে থাকার মডেল 'বাবাই'
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৬
মিলন মাযহার বলেছেন: উহারা চোখ খুললেও কোনো পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না @ঢাকাবাসী
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫
ঢাকাবাসী বলেছেন: চোখ খুললেই শ্যাষ!