| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ২ বছরের ভাস্তে রাফি, খুব দুষ্টু।
একদিন রাফির চিৎকার শুনে দৌড়ে যায়, সে দৌড়ে আমার পিছে এসে লুকাই। বললাম- কি হলো বাবা? রাফি একটা তেলাপোকা দেখিয়ে বললো- ওই যে। বললাম -বাবা ভয় পাও তুমি তেলাপোকাকে?
তার নির্বিকার উত্তর -না না আমি ভয় পাইনা তেলাপোকাকে, তেলাপোকা আমার দেখে ভয় পাই।
৪ বছরের রাফি, প্রথমদিন স্কুলে যাবে। তাই দাদুর সাথে তার ফোনালাম
রাফি- দাদু আজ প্রথম আমি স্কুল যাচ্ছি দোয়া করবে।
দাদু- ঠিক আছে দাদু ভাই, কার সাথে যাচ্ছো?
রাফি- আব্বু আর ফুপির সাথে যাচ্ছি
দাদু- কেন তোমার আম্মু যাচ্ছেনা?
রাফি- না না আম্মু যাবে কেন? আম্মু তো মেয়ে মানুষ।
দাদু- ফুপিও তো মেয়ে
রাফি- ফুপি তো বাহিরে যায় চাকুরী করে।
এই হলো আমাদের রাফি সোনা, ওর বয়স এখন ১৩ বছর। এখন ক্যাডেট কলেজে সেভেন এ পড়ে।
মেধাবীরা এমন ই হয়
ডুষঃত
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: মেধাবীরা এমন ই হয়
চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
টুম্পা০ বলেছেন: হুমম
মেধাবীরা এমন ই হয়।