নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন সংলাপ

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

মায়াবন বিহারীনি হরিনী

গহন স্বপন সঞ্চারিণী,

কেন তারে ধরিবারে করি পণ অকারণ।

থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,

আমি শুধু বাঁশরীর সুরেতে

পরশ করিব ওর প্রাণমন

অকারণ।

................................

................................





কোনো কাজ নেই এখন হাতে তাই বসে বসে গান শুনছি আর ভাবছি কী করা যায় । কথায় আছে "নাই কাজ তো খই ভাজ" কিন্তু খই ভাজতে হলে তো অনেক উপকরণ লাগবে। তারচেয়ে নিজের সাথে নিজে কথা বলি । নিজের সাথে নিজে অর্থাৎ আমি -১ এর সাথে আমি ২ এর সম্পূর্ণ কাল্পনিক সংলাপটি এরকমঃ



আমি - ১



আচ্ছা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া ক্রেস্টের নাকি বার আনাই মিছে?



আমি - ২



হুম, ঘটনা সত্যিই । প্রথম আলো পত্রিকায় ‘ক্রেস্টের স্বর্ণের ১২আনাই মিছে!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননায় দেওয়া ক্রেস্টে যে পরিমাণ স্বর্ণ থাকার কথা ছিল, তা দেওয়া হয়নি। আর ক্রেস্টে রুপার বদলে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।



আমি ১



সর্বনাশ! বলে কী ? কারা করল এমন চুরিটা। জনগণের টাকা চুরি ছেছরামি করতে করতে এদের স্বভাবটা এমন মরাত্মক নিচে নেমে গেছে যে এরা কেনো কিছুই আর বাদ দিচ্ছে না দেখছি। চোরগুলারে ধরে না কেন?



আমি ২



কে ধরবে ? সবই তো নিজেরা নিজেরা। বিদেশিদের সম্মাননা প্রদান-সংক্রান্ত নীতিমালায় বলা আছে, প্রতিটি ক্রেস্টে এক ভরি (১৬ আনা) স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকবে। বিএসটিআইয়ের পরীক্ষায় দেখা গেছে, এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায় ক্রেস্টে স্বর্ণ পাওয়া গেছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম (সোয়া তিন আনা)। এক ভরির মধ্যে প্রায় ১২ আনাই নেই। আর রুপার বদলে ৩০ ভরি বা ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু পাওয়া গেছে।



আমি - ১



তাহলে যারা দেশের মুখে আর সে সব দেশ বন্ধুদের মুখে চুনকালি লাগিয়ে টাকা লুটার মচ্ছব করল তাদের কি কিছুই হবে না।



আমি -২



না, তাদের কিছুই হবে না। ঘটনা ধামা চাপা দেবার জন্য একটা তদন্ত কমিটি করা হবে। তারপর তদন্ত আর শেষ হবে না।



............................



দূর হতে আমি তারে সাধিব

গোপনে বিরহডোরে বাঁধিব-

বাঁধনবিহীন সেই যে বাঁধন

অকারণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.