![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজের কোনো বাগান নেই
তাই কোনো ফুলেরও মালিক নই আমি।
আমার যদি একটা ফুলের বাগান থাকতো
এক বাগান ফুল আজ আমি তোমাকে দিতাম।
কিংবা দুর্দান্ত কেনো জোছনা রাতে
এক বাগান জোছনায় ভিজতে ভিজতে
একান্তে দু'জনে হারিয়ে যেতাম
কোনো এক অজানা ভাল লাগায়।
কিংবা কোনো এক আষাঢ়ের তুমুল বর্ষণে
ছাউনিতে বসে একান্তে
মুখোমুখি তুমি আর আমি
কাটিয়ে দিতাম একটি মুখর বিকেল।
©somewhere in net ltd.