নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

কী আশায় বাঁধি খেলাঘর..................

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:০২

খবরের কাগজে দেখলাম পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হুং উন। সম্প্রতি সাগরে ডুবে যাওয়া ফেরীতে আটকে পড়া যাত্রী ও লাশ উদ্ধারে ব্যর্থতার সমালোচনার মুখে সরে দাঁড়ালেন তিনি।



ওনাদের জন্য এটা স্বাভাবিক। কারণ ওনারা আসেনই দু'চার বছর দেশ সেবা করার জন্য। এসেছিলেন হয়তো চার বছরের জন্য। সমস্যায় পড়ে গেছেন তো কী আর করা সরে দাঁড়ালেন দুই বছরেই। আমাদের দেশে ব্যপারটা এরকম না। আমাদের দেশে মানুষ আসে "ক্ষমতায়"। তারপর তারা একটা রাজ বংশ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। পদত্যাগ করলে তাদের চলবে কেন? তাদের কী দোষ! দেশের মানুষ তো আবার রাজ বংশ ছাড়া অন্য কাউকে ভোট দেয় না।



রাজ বংশ প্রজা শাসন করবে এটাই স্বাভাবিক। দেশটা তো প্রজাতন্ত্র। আমারা সবাই প্রজা। রিপাবলিকের অনুবাদ করা হয়েছে প্রজাতন্ত্র। তো আমার তো প্রজাই রয়ে গেলাম। ভারতে রিপাবলিকের অনুবাদ করা হয় লোকতন্ত্র। তাই সেখানে লোকের ভোটের দাম আছে। প্রজার ভোটের আবার মূল্য কী। এই জন্যই আমাদের দেশের মন্ত্রী/প্রধানমন্ত্রীরা মানুষকে খোঁটা দেয় তোমাদের জন্য কত কী করলাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.