নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

পিচাশ ধর্ষকদের ফাঁসি চাই

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০১





আমাদের আলোকিত জায়গাগুলো আজকাল কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছে। সেই শৈশবের অতি চেনা জায়গাগুলো কেমন অচেনা অচেনা মনে হয়। সোহরাওয়ার্দী উদ্যান আমাদের স্বাধীনতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিখা চিরন্তন, গ্লাস টাওয়ার, তিন নেতার মাজার, বাংলা একাডেমি, তারপরই শহীদ মিনার এসব আমাদের আলোকিত জায়গা। শৈশব থেকে চেনা এসব জায়গাগুলো আজকাল কেমন বদলে গেছে। অনেক সৃষ্টিশীল মানুষকে এই এলাকায় দেখা যায়। ভাল লাগে। কিন্তু সৃষ্টিশীল মানুষদের আড্ডা ছাপিয়ে ইদানীং কারা যেন এই এলাকায় আধিপত্য করছে। নানা রকম নোংড়ামির ছড়াছড়ি। মাদকের নিরাপদ আশ্রয়।



এখানেই ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণ করেছে এক ভন্ড প্রেমিক ও তার বন্ধুরা। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সোহরাওয়ার্দী উদ্যানের ডেকে আনে প্রেমিক যুবক। এ সময় আড্ডা আর গল্পের ছলে সময় কাটাতে থাকেন তারা। রাত ১০টার দিকে আরো কয়েকজন যোগ দেয়। প্রেমিকটি তাদের বন্ধু ও বিয়ের সাক্ষী বলে ওই তরুণীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণীকে জাতীয় তিন নেতার মাজারের পেছনে আনসার ক্যাম্পের পাশে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে গণধর্ষণ করে তারা।



হায়রে প্রেম! হায়রে প্রেমিক! কী পৈচাশিক কান্ড! তিন নেতার মাজারের মত একটি ভাবগম্ভীর স্থানকে তারা বেছে নিয়েছে নিরাপদে জঘণ্য কূকর্মটি করার জন্য। একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত। ধর্ষকদের ফাঁসি হোক এটাই এখন আমার চাওয়া। কিন্তু হবে কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.