![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন ছিলাম ষোড়শী,
আমিও হতে চেয়েছি
কোনো প্রেমিক পুরুষের প্রেয়সী!
তারপর যখন অষ্টাদশী
তখনও দেখা মিলল না-
সেই প্রাণ-পুরুষের-
যাকে মন-প্রাণ উজার করে
ভালবেসে মরতেও পারি আমি!
তারপর কোনো এক পৌষে
কন্যা-দায়গ্রস্ত বাবা আমার!
নিয়ে এলেন-
একজন পুরুষের জীবন-বৃত্তান্ত।
বাবাকে বললাম ঠিক আছে;
মনে মনে বললাম-
'এইতো আমার কাঙ্ক্ষিত পুরুষ
একেই ভালবেসে মরব আমি!
একে নিঃশ্বাসে নিয়েই বাঁচব আমি!'
ছেলে বেকার তাতে কী!
আমিই হব তার প্রেরণা!
কিন্তু বিধির লিখন ছিল অন্য কিছু!
আমি পাথর হয়ে গেছি সেদিন থেকে
যেদিন স্বামীটি আমার বলল-
'এতো ঢং করো কেন?
আয়নায় নিজের চেহারা দেখেছ একবার?
আমি তোমাকে বিয়ে করি নি;
আমি বিয়ে করেছি তোমার বাবার টাকা।'
==========================
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি ..............................বাপ্পা মজুমদার।
২২ শে মে, ২০১৪ রাত ৯:১৯
হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ................
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: নিদারুন বাস্তবতা।