নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

বাবা আমার বাবা

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪১

ভাল হোক মন্দ হোক

বাবা আমার বাবা,

পৃথিবীতে বাবার মত

আপন আছে কেবা।



একজন পুরুষ মানুষ মন্দ হতে পারে, একজন স্বামী মন্দ হতে পারে কিন্তু একজন বাবা কোনোদিন মন্দ হয় না। আজ বিশ্ব বাবা দিবস। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা। বিশ্ব বাবা দিবসে দুনিয়ার সকল বাবার প্রতি আমার শ্রদ্ধা।



আমার বাবা বেঁচে নেই। পরম করুনাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমার বাবাকে ভাল রাখেন। আমার বাবা যেমন আমাকে পরম আদরে লালন পালন করেছেন তিনি যেন আমার বাবাকে তার চেয়ে অনেক বেশি দয়া করেন। আমার এই প্রার্থনা সবার জন্য যাদের বাবা আজ পৃথিবীতে নেই।



আমি দুই মেয়ের বাবা। এজন্য আমাকে এপর্যন্ত বেশ অনেকবার মোটামুটি অপমানই সহ্য করতে হয়েছে এই জন্য যে, আমি ভয়ঙ্কর কোনো খারাপ মানুষ তাই আমার ছেলে নেই। আমরা সেসব কথায় কান দেই না। নাহলে তো আমরা এখনও ছেলের আশায় আরও সন্তান নিতে পারতাম। সাবার কাছে আমার মেয়ে দুটির জন্য দোয়া চাই যেন তারা মানুষ হয়। বাবা হিসেবে আমার জন্য সবার কাছে দোয়া চাই যেন জীবনের শেষদিনটি পর্যন্ত বাবার দায়িত্ব ঠিকমত পালন করতে পারি।



বিশ্ব বাবা দিবস উপলক্ষে আসুন আমার একটা অঙ্গীকার করি - আমরা আমাদের বাবাদের কখনও বৃদ্ধাশ্রমে পাঠাবো না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.