নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

মগের মুল্লুক কাহাকে বলে

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

একজন আইন প্রণেতা কী করে এমন ‘মধ্যযুগীয় নির্যাতন’ করতে পারেন আমি বুঝি না। সবি অবশ্য শোনা কথা। সত্য-মিথ্যা নিজ চোখে দেখিনি। পত্রিকায় এসেছে। বিরোধিতা করলেই ধরে এনে মাথা ন্যাড়া করিয়ে দেন। জুতাপেটা করান। মামলা দিয়ে পুলিশে দিয়ে দেন। প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থীকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন ভরপুর জনসভায়। তিনি মহাজোট সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহের গৌরীপুরের সাংসদ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। সর্বশেষ তাঁর সমালোচনা করায় একজন কলেজশিক্ষককে দিগম্বর করার অভিযোগ আছে তাঁর সমর্থকদের বিরুদ্ধে।



"যেই দেশে আইন প্রনেতাদের নব্বই শতাংশ আইনের আ জানে না। সেই দেশকেই মগের মুল্লুক বলে।" মগের মুল্লুকের সংজ্ঞা দিতে গিয়ে এভাবেই বলেছিলেন আমাদের আবুল মামা ওরফে বুদ্ধিজীবি মামা। একদিন তার গেঁজেল সভায় সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেছিলেন। আবুল মামাকে একদিন জিজ্ঞেস করতে হবে যেই দেশে জনপ্রতিনিধরা জনগণের সমালোচনা সহ্য করতে পারেন না সেই দেশে গণতন্ত্রের কাজটা কী?



পুরান ঢাকায় এক বিখ্যাত হাজি সাহেব আছেন সংসদ সদস্য। তিনি যখন প্রথমবার সংসদ সদস্য হয়েছিলেন তখন তিনি প্রায়ই নানা জনের বাড়ি-ঘরে কিংবা দোকানে তালা মেরে দিতেন। তো এলাকায় তার নাম হয়ে গিয়েছিল তালা হাজি। তিনি নিজেও সেটা জানেন এবং নানান সময় জনসভায় উল্লেখ করেছেন তা।



তিনি তালা মারার কারণে তালা হাজি নাম পেয়েছিলেন। এখন যেই ফকির সাহেব মানুষকে ন্যাড়া কিংবা দিগম্বর করেন তার নাম কী হবে? ন্যাড়া ফকির নাকি দিগম্বর ফকির?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.